ঢাকা ১২:১৬ অপরাহ্ন, রবিবার, ২৭ জুলাই ২০২৫

তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষা পরিকল্পনা ঘোষণা করবে : জাতিসংঘ

  • আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষার পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। আফগান ছেলেরা ফিরতে পারলেও এখনও ক্লাসে যেতে পারেনি মেয়েরা।
এ বিষয়ে শুক্রবার নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)-এর উপ-নির্বাহী পরিচালক ওমর আবিদ জানান, ‘আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষা মন্ত্রী আমাদের জানিয়েছেন তারা মেয়েদের স্কুলে ফেরাতে একটি কাঠামো গঠনের কাজ করছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে অংশ নিতে পারবে’।
কয়েক সপ্তাহ ধরেই তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অল্প সময়ের মধ্যেই আফগান মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফেরাবে। তালেবান ক্ষমতায় আসার পর ছেলেরা স্কুলে ফিরলেও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের ঘরে থাকার আদেশ দেওয়া হয়। এনিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।
তালেবানের এমন পদক্ষেপের কারণে আফগানিস্তানের কয়েক লাখ শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। মেয়েদের স্কুলে ফেরাতে আর দেরি নয়, তালেবানকে এমন আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

নির্বাচন ভণ্ডুল করার অপচেষ্টাকে রুখে দিতে হবে: প্রধান উপদেষ্টা

তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষা পরিকল্পনা ঘোষণা করবে : জাতিসংঘ

আপডেট সময় : ০১:০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : তালেবান শিগগিরই মেয়েদের শিক্ষার পরিকল্পনা ঘোষণা করবে বলে জানিয়েছে জাতিসংঘ। আফগান ছেলেরা ফিরতে পারলেও এখনও ক্লাসে যেতে পারেনি মেয়েরা।
এ বিষয়ে শুক্রবার নিউ ইয়র্ক থেকে জাতিসংঘ শিশুবিষয়ক সংস্থা (ইউনিসেফ)-এর উপ-নির্বাহী পরিচালক ওমর আবিদ জানান, ‘আফগানিস্তানের তালেবান সরকারের শিক্ষা মন্ত্রী আমাদের জানিয়েছেন তারা মেয়েদের স্কুলে ফেরাতে একটি কাঠামো গঠনের কাজ করছে। ফলে দ্রুত সময়ের মধ্যে ক্লাসে অংশ নিতে পারবে’।
কয়েক সপ্তাহ ধরেই তালেবান সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অল্প সময়ের মধ্যেই আফগান মেয়ে শিক্ষার্থীদের স্কুলে ফেরাবে। তালেবান ক্ষমতায় আসার পর ছেলেরা স্কুলে ফিরলেও মাধ্যমিক পর্যায়ের মেয়েদের ঘরে থাকার আদেশ দেওয়া হয়। এনিয়ে বিশ্বজুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়।
তালেবানের এমন পদক্ষেপের কারণে আফগানিস্তানের কয়েক লাখ শিক্ষার্থী মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত বলেও উল্লেখ করেন জাতিসংঘের এই কর্মকর্তা। মেয়েদের স্কুলে ফেরাতে আর দেরি নয়, তালেবানকে এমন আহ্বান জানিয়ে আসছে জাতিসংঘ।