ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

বিশ্বকাপে ‘অনেক দূর’ যাওয়ার আশা লঙ্কান অধিনায়কের

  • আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১
  • ১৩৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক দূর যাওয়ার আশা করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তার মতে, বিশ্বকাপে ভালো করার মতো যথেষ্ঠ প্রতিভা ও বৈচিত্র্য রয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে। সোমবার (১৮ অক্টোবর) আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রথম রাউন্ডে এ গ্রুপে শ্রীলঙ্কার অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। টি-টোয়েন্টির বিশ্ব আসরে ২০১৪ সালের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। এবার ২০২১ সালের বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগে শানাকা মনে করেন, ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের মতো এবারের বিশ্বকাপ দলেরও শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘যদি আপনারা মনে করতে পারেন, তাহলে দেখবেন যে ২০১৪ বিশ্বকাপজয়ী দলের মধ্যে বৈচিত্র্য ও গভীরতা ছিল। এবারের বিশ্বকাপ দলেও একই ধরনের প্রতিভা রয়েছে। তবে ঘাটতি রয়েছে শুধুমাত্র অভিজ্ঞতার।’ তিনি আরও বলেন, ‘যদি আমাদের ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়ে পারফরম করে, আমি মনে করি তারা এই টুর্নামেন্টে অনেক দূর যেতে পারবে। শ্রীলঙ্কায় আমাদের ভক্তরা দীর্ঘসময় ধরে জয়ের অপেক্ষা করছে। আমি আশা করি আমরা তাদের গর্বিত করতে পারবো।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জুলাই সনদ বাস্তবায়নের আদেশের ড্রাফট দেখাতে অপারগ ঐকমত্য কমিশন : এনসিপি

বিশ্বকাপে ‘অনেক দূর’ যাওয়ার আশা লঙ্কান অধিনায়কের

আপডেট সময় : ১১:৩৫:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১

ক্রীড়া ডেস্ক : এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে অনেক দূর যাওয়ার আশা করছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। তার মতে, বিশ্বকাপে ভালো করার মতো যথেষ্ঠ প্রতিভা ও বৈচিত্র্য রয়েছে শ্রীলঙ্কার বিশ্বকাপ দলে। সোমবার (১৮ অক্টোবর) আবুধাবিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে শ্রীলঙ্কা। বিশ্বকাপের প্রথম রাউন্ডে এ গ্রুপে শ্রীলঙ্কার অন্য দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস। টি-টোয়েন্টির বিশ্ব আসরে ২০১৪ সালের চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। এবার ২০২১ সালের বিশ্বকাপের মাঠের লড়াই শুরুর আগে শানাকা মনে করেন, ২০১৪ সালের বিশ্বকাপজয়ী দলের মতো এবারের বিশ্বকাপ দলেরও শিরোপা জেতার সম্ভাবনা রয়েছে। ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে লঙ্কান অধিনায়ক বলেছেন, ‘যদি আপনারা মনে করতে পারেন, তাহলে দেখবেন যে ২০১৪ বিশ্বকাপজয়ী দলের মধ্যে বৈচিত্র্য ও গভীরতা ছিল। এবারের বিশ্বকাপ দলেও একই ধরনের প্রতিভা রয়েছে। তবে ঘাটতি রয়েছে শুধুমাত্র অভিজ্ঞতার।’ তিনি আরও বলেন, ‘যদি আমাদের ছেলেরা তাদের সর্বোচ্চটা দিয়ে পারফরম করে, আমি মনে করি তারা এই টুর্নামেন্টে অনেক দূর যেতে পারবে। শ্রীলঙ্কায় আমাদের ভক্তরা দীর্ঘসময় ধরে জয়ের অপেক্ষা করছে। আমি আশা করি আমরা তাদের গর্বিত করতে পারবো।’