ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

ভারতীয় ধরনে কার্যকরী ফাইজার ও অক্সফোর্ডের টিকা

  • আপডেট সময় : ১০:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১
  • ৬৫ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস মহামারি দিন দিন আরও ভয়ংকর রূপ নিচ্ছে। রূপ পাল্টে আরও মারাত্মক হয়ে উঠছে এই ভাইরাস। বর্তমানে সবচেয়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনার ভারতীয় ধরন। তবে এই ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ও ফাইজারের টিকা কার্যকরী বলে এক সমীক্ষায় জানিয়েছে ব্রিটেনের সরকারি সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)।
রিপোর্টে বলা হয়েছে, অক্সফোর্ড ও ফাইজারের দুটি টিকাই ভারতে খুঁজে পাওয়া বিওয়ান.সিক্সওয়ানসেভেন.টু এর বিরুদ্ধে ৮০ শতাংশের বেশি কার্যকরী। খবর রয়টার্সের
পাব্লিক হেল্থ ইংল্যান্ডের তরফে প্রতাশিত তথ্য অনুযায়ী, এই টিকাগুলোর দুটি ডোজ ব্রিটিশ ধরনে ৮৭ শতাংশ কার্যকর। ব্রিটেনের ধরনও অধিক সংক্রমণ ঘটায়। ব্রিটেনে হঠাৎ করে ভারতীয় ধরন বেড়ে গিয়েছিল। তবে দেশটির সরকারি তথ্য জানিয়েছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সেখানে ভারতীয় ধরনের রোগী অনেকটাই কমে গিয়েছে। গত সপ্তাহে রোগী ছিল ৩ হাজার ৪২৪ জন। এই সপ্তাহে এই সংখ্যা ২ হাজার ১১১। সাঙ্গার ইন্সটিটিউটের কোভিড-১৯ জেনোমিক্সের ডিরেক্টর ড. জেফরি ব্যারেট বলেছেন, ‘আমার স্পষ্ট মনে হয় উন্নতি হচ্ছে। সপ্তাহের পর সপ্তাহ কেউ লক্ষ্য করলে তা বুঝতে পারবে।’ ভারতে আবিষ্কৃত করোনার ভাইরাসের নতুন ধরন নিয়ে চিন্তায় ছিলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনিসেশন এর ডেপুটি চেয়ারম্যান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্টনি হার্নডেন বলেছিলেন, ভারতে আবিষ্কৃত নতুন ধরন কীভাবে প্রভাব ফেলতে পারে তা এখনও স্পষ্ট নয়। এটি কত দ্রুত মানুষের শরীরে প্রভাব ফেলছে তা নিয়ে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার সমীক্ষার পর সম্ভবত অনেকটাই স্বস্তিতে ব্রিটেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

ডিসেম্বর ধরেই নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ভারতীয় ধরনে কার্যকরী ফাইজার ও অক্সফোর্ডের টিকা

আপডেট সময় : ১০:১৪:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১

প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস মহামারি দিন দিন আরও ভয়ংকর রূপ নিচ্ছে। রূপ পাল্টে আরও মারাত্মক হয়ে উঠছে এই ভাইরাস। বর্তমানে সবচেয়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনার ভারতীয় ধরন। তবে এই ধরনের বিরুদ্ধে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকা ও ফাইজারের টিকা কার্যকরী বলে এক সমীক্ষায় জানিয়েছে ব্রিটেনের সরকারি সংস্থা পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই)।
রিপোর্টে বলা হয়েছে, অক্সফোর্ড ও ফাইজারের দুটি টিকাই ভারতে খুঁজে পাওয়া বিওয়ান.সিক্সওয়ানসেভেন.টু এর বিরুদ্ধে ৮০ শতাংশের বেশি কার্যকরী। খবর রয়টার্সের
পাব্লিক হেল্থ ইংল্যান্ডের তরফে প্রতাশিত তথ্য অনুযায়ী, এই টিকাগুলোর দুটি ডোজ ব্রিটিশ ধরনে ৮৭ শতাংশ কার্যকর। ব্রিটেনের ধরনও অধিক সংক্রমণ ঘটায়। ব্রিটেনে হঠাৎ করে ভারতীয় ধরন বেড়ে গিয়েছিল। তবে দেশটির সরকারি তথ্য জানিয়েছে, গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে সেখানে ভারতীয় ধরনের রোগী অনেকটাই কমে গিয়েছে। গত সপ্তাহে রোগী ছিল ৩ হাজার ৪২৪ জন। এই সপ্তাহে এই সংখ্যা ২ হাজার ১১১। সাঙ্গার ইন্সটিটিউটের কোভিড-১৯ জেনোমিক্সের ডিরেক্টর ড. জেফরি ব্যারেট বলেছেন, ‘আমার স্পষ্ট মনে হয় উন্নতি হচ্ছে। সপ্তাহের পর সপ্তাহ কেউ লক্ষ্য করলে তা বুঝতে পারবে।’ ভারতে আবিষ্কৃত করোনার ভাইরাসের নতুন ধরন নিয়ে চিন্তায় ছিলেন ব্রিটিশ বিজ্ঞানীরা। জয়েন্ট কমিটি অন ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনিসেশন এর ডেপুটি চেয়ারম্যান ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অ্যান্টনি হার্নডেন বলেছিলেন, ভারতে আবিষ্কৃত নতুন ধরন কীভাবে প্রভাব ফেলতে পারে তা এখনও স্পষ্ট নয়। এটি কত দ্রুত মানুষের শরীরে প্রভাব ফেলছে তা নিয়ে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এবার সমীক্ষার পর সম্ভবত অনেকটাই স্বস্তিতে ব্রিটেন।