প্রত্যাশা ডেস্ক : করোনাভাইরাস থেকে সেরে ওঠার পর কতদিন শরীরে অ্যান্টিবডি থাকে তা নিয়ে একাধিক গবেষণা সামনে এসেছে। এক এক গবষণায় একেক সময় উল্লেখ করা হয়েছে। এবার জাপানের একটি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে যে, করোনা থেকে সেরে ওঠা ৯৬ শতাংশ মানুষের শরীরে এক বছর পরও অ্যান্টিবডি মিলেছে।
জাপানের ইয়োকোহামা সিটি ইউনিভার্সিটির সমীক্ষায় দেখা গিয়েছে, করোনা আক্রান্ত রোগীর শরীরে এক বছর পরে অ্যান্টিবডির সন্ধান মিলেছে। ২১ থেকে ৭৮ বছর বয়সী আড়াইশোজনের উপর ওই সমীক্ষা চালানো হয়েছিল। গত বছরের ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিলের মধ্যে প্রত্যেকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে কারও মৃদু উপসর্গ ছিল কেউ বা ছিলেন উপসর্গহীন। এমনকী বেশ কয়েকজনের অবস্থা করোনা আক্রান্ত হওয়ার পর সংকটজনকও হয়েছিল। তাদের শরীরেও পরের বছরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে। খবর ইয়াহু নিউজের।
সমীক্ষায় আরও দেখা গিয়েছে, গত বছর করোনাভাইরাসের হালকা বা কোনো লক্ষণ নিয়ে অসুস্থ হওয়া ৬৯ শতাংশ শতাংশ মানুষের ৬ মাস পরে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে গিয়েছে। তারা করোনার দক্ষিণ আফ্রিকান ধরনের বিরুদ্ধে লড়াই করার জন্য শরীরে অ্যান্টিবডি পেয়েছিলেন। তাদের শরীরেই করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৭৫ শতাংশ, ব্রাজিলের ধরনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৮১ শতাংশ এবং ব্রিটেনের ধরনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৮৫ শতাংশ অ্যান্টিবডি তৈরি হয়েছে। ওই সমীক্ষায় বলা হয়েছে, বিশ্বে করোনা থাবা বসানোর শুরুর দিকে যারা আক্রান্ত হয়েছেন তাদের হয় কারও মৃদু উপসর্গ ছিল বা কারও কোনও উপসর্গ ছিল না। তাদের অনেকেরই এখন টিকাকরণ হয়ে গিয়েছে। সেই কারণেই তারা করোনার ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলের ধরনের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি পাচ্ছেন। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের শরীরে করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য যত তাড়াতাড়ি অ্যান্টিবডি তৈরি হয়ে যাবে ততই এই ভাইরাসকে পর্যদুস্ত করার ব্যাপারে এগনো যাবে।
এক বছর পরও ৯৬ শতাংশ করোনা রোগীর দেহে অ্যান্টিবডি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ