নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ দিন গতকাল বুধবারও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে। দিন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিন থেকে ৬৫ দশমিক ৫৪ পয়েন্ট বা দশমিক ৯০ শতাংশ কমে ৭ হাজার ২৪৮ দশমিক ৪৪ পয়েন্টে অবস্থান করছে। এ দরপতন গত এক মাসের মধ্যে বেশি। এর আগে এর চেয়ে বেশি পতন হয়েছিল ১৪ সেপ্টেম্বর। সেদিন ডিএসইর প্রধান এ সূচক কমেছিল ৭৭ দশমিক ৫৫ পয়েন্ট বা ১ দশমিক শূন্য ৭ শতাংশ। সোম থেকে বুধবার পর্যন্ত তিন দিনে এ নিয়ে সূচক কমলো ১২০ পয়েন্ট। তবে সপ্তাহটা শুরু হয়েছিল সূচকের বৃদ্ধি দিয়েই। গত রোববার ডিএসইএক্স বেড়েছিল ২৫ পয়েন্ট। দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। এ বাজারের প্রধান সূচক সিএএসপিআই ১৭৬ দশমিক ৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১৮৩ দশমিক ৮৮ পয়েন্টে। বুধবার ডিএসইতে সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। দেশের প্রধান এ বাজারে লেনদেন আগের দিনের তুলনায় ৮৯ কোটি ১৯ লাখ টাকা বেড়ে এক হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের কর্মদিবসে ছিল এক হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। এ নিয়ে সপ্তাহের চার দিনেই দুই হাজার কোটি টাকার নিচে লেনদেন হল এ বাজারে। এদিন ৩৭৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের মধ্যে দর বেড়েছে ১০৬টির ও কমেছে ২৪১টির। অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। শতকরা হিসাবে ৬৪ শতাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। এর বিপরীতে ২৮ শতাংশের দাম বেড়েছে এবং অপরিবর্তিত রয়েছে ৮ শতাংশ কোম্পানির শেয়ারের দাম। ঢাকার অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৪ দশমিক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৬৬ দশমিক ৬০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩২ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭১৭ দশমিক ৫৭ পয়েন্টে।
গতকাল বুধবার লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি ছিলো- ফরচুন সুজ, লাফার্জহোলসিম, আইএফআইসি ব্যাংক, অরিয়ন ফার্মা, বেক্সিমকো লিঃ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বিএটিবিসি, জেনেক্স ইনফোসিস, সোনালী পেপার ও পাওয়ার গ্রিড। এ ছাড়া দাম বাড়ার তালিকায় শীর্ষ ১০টি কোম্পানি হলো- এনআরবিসি ব্যাংক, ইস্টার্ন ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, রিলায়েন্স ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, নর্দান ইসলামী ইন্স্যুরেন্স, ঢাকা ডাইং, জেনেক্স ইনফোসিস, প্রাইম ইন্স্যুরেন্স ও পূরবী জেনারেল ইন্স্যুরেন্স।
ডিএসইতে এক মাসের মধ্যে বড় পতন
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ