বাণিজ্য ডেস্ক : প্রাইম ব্যাংক লিমিটেডের ২৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে গত ২০ মে বেলা ১১টায়। ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় ২৯৯ জন শেয়ারহোল্ডার, পরিচালনা পর্ষদের সদস্যরা, স্বতন্ত্র বিশ্লেষক, নিরীক্ষক, পর্যবেক্ষক এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে ছিলেন- ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান জাইম আহমেদ, অডিট কমিটির চেয়ারম্যান জনাব শামসুদ্দীন আহমেদ পিএইচ.ডি, এনআরসি ও রিক্স ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ড. জি এম খুরশিদ আলম, সাবেক চেয়ারম্যান ও বিএপিএলসি-এর প্রেসিডেন্ট আজম জে চৌধুরী এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও রশীদ। এসময় শেয়ারহোল্ডাররা ২০২০ সালের জন্য ১৫% নগদ লভ্যাংশ, একইসঙ্গে পরিচালকদের প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক বিবরণ, পরিচালকদের নিয়োগ ও পুনর্নিয়োগ, বিধিবদ্ধ নিয়ম অনুযায়ী নিরীক্ষক এবং কমপ্লায়েন্স নিরীক্ষক নিয়োগ অনুমোদন করেন।