ঢাকা ১১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি

  • আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হলেও তামাক কোম্পানিগুলো প্রতিনিয়ত আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন প্রচার করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। সরকারকে তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধসহ তাদের কোম্পানির সব শেয়ার প্রত্যাহারের ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানায় বাংলাদেশ তামাকবিরোধী জোট।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হলেও তামাক কোম্পানিগুলো প্রতিনিয়ত আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন প্রচার করছে। বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি নীতিতে হস্তক্ষেপের মাধ্যমে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছে। তামাক কোম্পানির প্রভাব থেকে জনস্বাস্থ্য বিষয়ক নীতিগুলো সুরক্ষিত করতে একটি সুনির্দিষ্ট গাইড লাইন প্রণয়ন করা জরুরি। প্রচলিত আইনটি আরও শক্তিশালী করে তামাকের কর বৃদ্ধি, সহায়ক নীতি প্রণয়ন এবং আইন বাস্তবায়নে গুরুত্ব দেওয়া দরকার বলে জানান তারা। তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সাবেক সভাপতি মো. জাকির হোসেন।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবি

আপডেট সময় : ০১:৩৬:০১ অপরাহ্ন, শনিবার, ৯ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হলেও তামাক কোম্পানিগুলো প্রতিনিয়ত আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন প্রচার করছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ তামাকবিরোধী জোট। সরকারকে তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধসহ তাদের কোম্পানির সব শেয়ার প্রত্যাহারের ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
গতকাল শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানায় বাংলাদেশ তামাকবিরোধী জোট।
মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ তামাক নিয়ন্ত্রণে আইন প্রণয়ন করা হলেও তামাক কোম্পানিগুলো প্রতিনিয়ত আইন লঙ্ঘন করে বিজ্ঞাপন প্রচার করছে। বিজ্ঞাপন প্রচারের পাশাপাশি নীতিতে হস্তক্ষেপের মাধ্যমে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে ফেলছে। তামাক কোম্পানির প্রভাব থেকে জনস্বাস্থ্য বিষয়ক নীতিগুলো সুরক্ষিত করতে একটি সুনির্দিষ্ট গাইড লাইন প্রণয়ন করা জরুরি। প্রচলিত আইনটি আরও শক্তিশালী করে তামাকের কর বৃদ্ধি, সহায়ক নীতি প্রণয়ন এবং আইন বাস্তবায়নে গুরুত্ব দেওয়া দরকার বলে জানান তারা। তামাক কোম্পানির আগ্রাসন ও অবৈধ বিজ্ঞাপন বন্ধের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বাংলাদেশ তামাকবিরোধী জোটের ভারপ্রাপ্ত সমন্বয়কারী ও ‘প্রত্যাশা’ মাদকবিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শহর সমাজসেবা কার্যালয়ের সাবেক সভাপতি মো. জাকির হোসেন।