ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা জামাই আদরে থাকবে: কৃষ্ণ নন্দী

  • আপডেট সময় : ০৭:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

খুলনা সংবাদদাতা: খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন যে, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এদেশে সনাতন ধর্মাবলম্বীরা সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তায় বসবাস করবেন। মঙ্গলবার খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় তিনি এই বক্তব্য দেন।

কৃষ্ণ নন্দী তাঁর বক্তব্যে বলেন, বিরোধীরা অপপ্রচার চালায় যে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা নিরাপদ থাকবে না। এই ধারণাকে ভুল প্রমাণ করে তিনি বলেন, জামায়াতের শাসনামলে মুসলমানরা হিন্দুদের পরম মমতায় ও সম্মানে আগলে রাখবে, কাউকে দেশ ছেড়ে ভারতে যেতে হবে না। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং সংখ্যালঘু শব্দটির বদলে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।

নির্বাচনী মাঠের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে তিনি একটি রাজনৈতিক দলের মহাসচিবের করা ‘বিকাশ নম্বরের মাধ্যমে ভোট কেনা’র অভিযোগটি নাকচ করে দেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কিছু দল হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো করে অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, মানুষের ঈমান ও ভোট টাকার বিনিময়ে বিক্রি হয় না।

ওআ/আপ্র/২৭/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা জামাই আদরে থাকবে: কৃষ্ণ নন্দী

আপডেট সময় : ০৭:৫৫:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬

খুলনা সংবাদদাতা: খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন যে, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এদেশে সনাতন ধর্মাবলম্বীরা সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তায় বসবাস করবেন। মঙ্গলবার খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় তিনি এই বক্তব্য দেন।

কৃষ্ণ নন্দী তাঁর বক্তব্যে বলেন, বিরোধীরা অপপ্রচার চালায় যে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা নিরাপদ থাকবে না। এই ধারণাকে ভুল প্রমাণ করে তিনি বলেন, জামায়াতের শাসনামলে মুসলমানরা হিন্দুদের পরম মমতায় ও সম্মানে আগলে রাখবে, কাউকে দেশ ছেড়ে ভারতে যেতে হবে না। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং সংখ্যালঘু শব্দটির বদলে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।

নির্বাচনী মাঠের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে তিনি একটি রাজনৈতিক দলের মহাসচিবের করা ‘বিকাশ নম্বরের মাধ্যমে ভোট কেনা’র অভিযোগটি নাকচ করে দেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কিছু দল হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো করে অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, মানুষের ঈমান ও ভোট টাকার বিনিময়ে বিক্রি হয় না।

ওআ/আপ্র/২৭/০১/২০২৬