খুলনা সংবাদদাতা: খুলনা-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী কৃষ্ণ নন্দী হিন্দু সম্প্রদায়কে আশ্বস্ত করে বলেছেন যে, জামায়াত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে এদেশে সনাতন ধর্মাবলম্বীরা সর্বোচ্চ মর্যাদা ও নিরাপত্তায় বসবাস করবেন। মঙ্গলবার খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর এক নির্বাচনী জনসভায় তিনি এই বক্তব্য দেন।
কৃষ্ণ নন্দী তাঁর বক্তব্যে বলেন, বিরোধীরা অপপ্রচার চালায় যে জামায়াত ক্ষমতায় এলে হিন্দুরা নিরাপদ থাকবে না। এই ধারণাকে ভুল প্রমাণ করে তিনি বলেন, জামায়াতের শাসনামলে মুসলমানরা হিন্দুদের পরম মমতায় ও সম্মানে আগলে রাখবে, কাউকে দেশ ছেড়ে ভারতে যেতে হবে না। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী এবং সংখ্যালঘু শব্দটির বদলে নাগরিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করবে।
নির্বাচনী মাঠের অনিয়ম নিয়ে কথা বলতে গিয়ে তিনি একটি রাজনৈতিক দলের মহাসচিবের করা ‘বিকাশ নম্বরের মাধ্যমে ভোট কেনা’র অভিযোগটি নাকচ করে দেন। তিনি পাল্টা অভিযোগ করে বলেন, কিছু দল হাটে-বাজারে গরু-ছাগল কেনার মতো করে অর্থ দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। তিনি জনগণকে সতর্ক করে বলেন, মানুষের ঈমান ও ভোট টাকার বিনিময়ে বিক্রি হয় না।
ওআ/আপ্র/২৭/০১/২০২৬






















