ঢাকা ১১:১২ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

  • আপডেট সময় : ০৯:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার কেরানীগঞ্জে এক নির্বাচনী সভায় বিএনপি তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দিকে ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়নের এক নির্বাচনী গণসংযোগ সভায় তারা দলবদল করেন। ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক নির্বাচনী সভায় যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া নেতারা হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশরুরসহ তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক বলেন, ‘কেরানীগঞ্জ-সাভার আংশিক নিয়ে ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের আমরা অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমি দোয়া করি আমরা সারা জীবন যেন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি।’

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামী আমির আব্দুর রহিম মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, আমিনুল ইসলাম বুলবুল, গালিবসহ প্রমুখ।

ওআ/আপ্র/২৬/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

আপডেট সময় : ০৯:২৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার কেরানীগঞ্জে এক নির্বাচনী সভায় বিএনপি তিন শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে দিকে ঢাকা-২ আসনের তারানগর ইউনিয়নের এক নির্বাচনী গণসংযোগ সভায় তারা দলবদল করেন। ঢাকা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক নির্বাচনী সভায় যোগদানকারী নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন।

জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া নেতারা হলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা মিরাজুল আলম মাশরুরসহ তিন শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।

জামায়াতে ইসলামীর প্রার্থী কর্নেল মো. আব্দুল হক বলেন, ‘কেরানীগঞ্জ-সাভার আংশিক নিয়ে ঢাকা-২ আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন তাদের আমরা অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমি দোয়া করি আমরা সারা জীবন যেন একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশের জন্য চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করতে পারি।’

অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা জামায়াতে ইসলামী আমির আব্দুর রহিম মজুমদার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা জামায়াতে ইসলামী আমির শুরা সদস্য মাওলানা দেলোয়ার হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ইঞ্জিনিয়ার তৌফিক হাসান, আমিনুল ইসলাম বুলবুল, গালিবসহ প্রমুখ।

ওআ/আপ্র/২৬/০১/২০২৬