বিনোদন ডেস্ক: নিজের অভিনয়দক্ষতা দিয়ে বরাবর আলোচনায় থগাকতে ভালোবাসেন ওপার বাংলার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। তবে ভালো অভিনয়ের সঙ্গে সঙ্গে তিনি যে যথেষ্ট বাস্তববাদী আর স্পষ্টভাষী সেটাও জানে সবাই।
সম্প্রতি নতুন একটি কাজ নিয়ে কথা বলতে গিয়ে ইন্ডাস্ট্রির অন্ধকার দিক এবং নিজের ক্যারিয়ারের আক্ষেপ নিয়ে অকপটে কথা বলেছেন এই অভিনেত্রী।
তার মতে, অভিনয়টা শতভাগ ঠিক থাকে, জনপ্রিয়তা বা অন্য কোনো সমীকরণের প্রয়োজন পড়ে না। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করলেও বর্তমান প্রজেক্টটি স্বস্তিকার কাছে স্পেশাল, এমনটাও জানালেন স্বস্তিকা।
তিনি বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, আমার এত বছরের ক্যারিয়ারে এই ধরনের চরিত্রের জন্য কেউ আমাকে কখনও ভাবেননি। আমি যে কথার কথা বলি না, তা হয়তো এতদিনে সবাই বুঝে গিয়েছেন।’
স্বস্তিকা জানান, বর্তমান সময়ে অভিনয়ের চেয়ে সোশ্যাল মিডিয়ায় কার কত ফলোয়ার, তা দেখে কাস্টিং করার এক অদ্ভুত প্রবণতা তৈরি হয়েছে। এই সংস্কৃতির ঘোর বিরোধী তিনি। জানান, এই কাজটিতে রাজি হওয়ার আগে পরিচালক অভিরূপকে একটি শর্ত দিয়েছিলেন। স্বস্তিকার কথায়, ‘আমি বলেছিলাম, সোশ্যাল মিডিয়ার ফলোয়ার দেখে যদি বাকি চরিত্রগুলো নির্বাচন করা হয়, তবে আমি এই কাজটা করব না।’
ওআ/আপ্র/২৬/০১/২০২৬























