আন্তর্জাতিক ডেস্ক: অনেককে তুলনা দিতে শোনা যায়, ‘আমি সূর্যের মতো একা’, কিন্তু এই উপমা এখন আর হয়ত ধোপে টিকবে না। কারণ রাশিয়ার সাকহালিন দ্বীপে ঘটেছে অদ্ভুত এক ঘটনা। একই সময়ে আকাশে দেখা গেছে দুটি সূর্য।
দ্বীপটির মানুষ এমন দৃশ্য থেকে অবাক হয়ে গেছেন। অদ্ভুত দৃশ্যকে ক্যামেরায় ধরেও রাখা হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক ঘটনা। একে ‘সান ডগ’ নামে বলা হয়।
বিশেষজ্ঞরা জানান, এটি সানডগ। বায়ুমণ্ডলীয় অপটিক্যাল ইফেক্ট। সানডগকে কখনো কখনো মক সান বা পারহেলিয়া বলা হয়। এটিকে সূর্যের পাশে উজ্জ্বল আলোর ছায়া বা দাগের মতো দেখা যায়। যা কখনো বামপাশে, কখনো ডানপাশে এবং মাঝে মাঝে দুই পাশে দেখা যায়।
তাদের বলছেন, এটা একটি ভ্রম। মূলত ওই অঞ্চলের তাপমাত্রা এতটা কমে গেছে যে বাতাসে বরফের স্ফটিক তৈরি হয়েছে। সেই কারণে সূর্য একাধিক স্থানে দেখা দিয়েছে। প্রকৃতপক্ষে, আকাশে একটি সূর্যই ছিল।
দেশটির জাতীয় আবহাওয়া পরিষেবা অনুযায়ী, সাকহালিন দ্বীপে আজ সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এটি আরো কমে মাইনাস ২৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার সম্ভাবনা রয়েছে।
এসি/আপ্র/২৬/০১/২০২৬




















