ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো ঘুষ নেবে না: মির্জা ফখরুল

  • আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

ঠাকুরগাঁও সংবাদদাতা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকরি হবে মেধার ভিত্তিতে। আমরা আমানতের খেয়ানত করি না। আমরা যে ভোট নিই, এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানত স্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক পৃথক নির্বাচনি জনসংযোগে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতাকর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কিছু খারাপ লোক আছে, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়।’ এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এ জন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে আছি।’

যারা ৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৬/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপি ক্ষমতায় গেলে চাকরির জন্য কোনো ঘুষ নেবে না: মির্জা ফখরুল

আপডেট সময় : ০৪:০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬

ঠাকুরগাঁও সংবাদদাতা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকরি হবে মেধার ভিত্তিতে। আমরা আমানতের খেয়ানত করি না। আমরা যে ভোট নিই, এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানত স্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ।’

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনি এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক পৃথক নির্বাচনি জনসংযোগে এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতাকর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের কিছু খারাপ লোক আছে, যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে করতে চায়।’ এই বিভেদ যাতে কেউ সৃষ্টি করতে না পারে এ জন্য সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যেকোনো সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাধা দিলে আমরা আপনাদের পাশে আছি।’

যারা ৭১ সালে জাতির সঙ্গে বেঈমানি করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহ্বান জানান মির্জা ফখরুল।

এ সময় স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২৬/০১/২০২৬