ঢাকা ১১:১১ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন না মালিকরা: প্রেস সচিব

  • আপডেট সময় : ০৭:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের অ্যাসোসিয়েশনগুলো যেমন নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী প্রদান করে না। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় মারা যাওয়া ছয়জন সাংবাদিকের কাছে এমনকি হেলমেটও ছিল না।

এই মন্তব্য তিনি করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর অনুষ্ঠান’-এ। অনুষ্ঠানটি ডিআরইউ ও গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ সভাপতিত্ব করেন।

শফিকুল আলম বলেন, সম্পাদক পরিষদ ও অন্যান্য সাংবাদিক সংগঠন অনেক বড় বড় কথা বলে, কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা ও ইকুইপমেন্টের বিষয়ে তারা কিছু করেনি। কতজন সাংবাদিক মারা গেছে, সেটি নিয়েও কোনো স্টেটমেন্ট দেখিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যেসব প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন, মালিকদের দায়িত্ব আছে। তারা কতটা দায়িত্বশীল, সেটি নিয়ে সোচ্চার হোন। সাংবাদিকরা সরকারকে সমালোচনা করেন, কিন্তু প্রকৃত দায়ীদের কথা ভুলে যাওয়া ঠিক নয়।

শফিকুল আলম আ বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা জরুরি, তবে তা সুবিধাবাদীদের জন্য সীমাবদ্ধ হওয়া উচিত নয়। পাশাপাশি তিনি বলেন, দেশে সাংবাদিকতার কোনো গাইডবুক নেই; কোনো সেন্সিটিভ বিষয়ে ঝুঁকি মোকাবিলার সঠিক দিকনির্দেশনা দেওয়া হয় না।

এসি/আপ্র/২৫/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করেন না মালিকরা: প্রেস সচিব

আপডেট সময় : ০৭:০২:১৭ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সাংবাদিকদের অ্যাসোসিয়েশনগুলো যেমন নোয়াব (নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) অনেক বড় বড় কথা বলে, কিন্তু বাস্তবে সাংবাদিকদের জন্য প্রয়োজনীয় সুরক্ষাসামগ্রী প্রদান করে না। তিনি উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় মারা যাওয়া ছয়জন সাংবাদিকের কাছে এমনকি হেলমেটও ছিল না।

এই মন্তব্য তিনি করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘সাংবাদিক সহায়তা ডেস্ক হস্তান্তর অনুষ্ঠান’-এ। অনুষ্ঠানটি ডিআরইউ ও গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি, ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ডের সহায়তায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউনেস্কো বাংলাদেশ কার্যালয়ের প্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি সুসান ভাইজ সভাপতিত্ব করেন।

শফিকুল আলম বলেন, সম্পাদক পরিষদ ও অন্যান্য সাংবাদিক সংগঠন অনেক বড় বড় কথা বলে, কিন্তু সাংবাদিকদের নিরাপত্তা ও ইকুইপমেন্টের বিষয়ে তারা কিছু করেনি। কতজন সাংবাদিক মারা গেছে, সেটি নিয়েও কোনো স্টেটমেন্ট দেখিনি।

তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আপনারা যেসব প্রতিষ্ঠানের অধীনে কাজ করছেন, মালিকদের দায়িত্ব আছে। তারা কতটা দায়িত্বশীল, সেটি নিয়ে সোচ্চার হোন। সাংবাদিকরা সরকারকে সমালোচনা করেন, কিন্তু প্রকৃত দায়ীদের কথা ভুলে যাওয়া ঠিক নয়।

শফিকুল আলম আ বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য থাকা জরুরি, তবে তা সুবিধাবাদীদের জন্য সীমাবদ্ধ হওয়া উচিত নয়। পাশাপাশি তিনি বলেন, দেশে সাংবাদিকতার কোনো গাইডবুক নেই; কোনো সেন্সিটিভ বিষয়ে ঝুঁকি মোকাবিলার সঠিক দিকনির্দেশনা দেওয়া হয় না।

এসি/আপ্র/২৫/০১/২০২৬