ক্রীড়া ডেস্ক: দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ প্রশস্ত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক দীর্ঘ সভা শেষে জানানো হয়েছে, এখন থেকে দল নির্বাচনের ক্ষেত্রে সাকিবের নাম বিবেচনায় রাখবেন নির্বাচকরা। অর্থাৎ, সাকিবের জন্য জাতীয় দলের দরজা আবারো উন্মুক্ত হলো।
বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন সংবাদমাধ্যমে এসব কথা জানান।
সভার সিদ্ধান্ত জানিয়ে আমজাদ হোসেন বলেন, আপনারা সাকিবের ফেরা নিয়ে অনেক প্রশ্ন করেছিলেন। আপনাদেরকে অবগত করতে চাই, আমাদের বোর্ডে এ ব্যাপারে আলোচনা করা হয়েছে।
যেসব শর্তে ফিরছেন সাকিব
বিসিবি পরিচালক অবশ্য সাকিবের ফেরার ক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট শর্তের কথা উল্লেখ করেছেন। তিনি জানান, সাকিবের শারীরিক ফিটনেস এবং খেলার জন্য তার সহজলভ্যতা (অ্যাভেইলেবিলিটি) থাকতে হবে। অ্যাক্সেসিবিলিটির ওপর ভিত্তিতে যেখানে খেলা হবে, সেই ভেন্যুতে তার উপস্থিত থাকার সক্ষমতা (ক্যাপাসিটি) থাকতে হবে। শর্তগুলো পূরণ হলে নির্বাচক কমিটি যে-কোনো সিরিজের জন্য তাকে বিবেচনা করতে পারবে।
জাতীয় দলের বাইরে বর্তমানে সাকিব বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। জাতীয় দলে ফেরার প্রক্রিয়া শুরু হলেও বিদেশি লিগগুলোতে তার খেলায় কোনো বাধা থাকবে না বলে নিশ্চিত করেছে বিসিবি। আমজাদ হোসেন বলেন, সাকিব আল হাসান অন্যান্য গ্লোবাল টুর্নামেন্টগুলোতেও অংশ নিতে পারবেন। বোর্ড তাকে প্রয়োজনমতো এনওসি (অনাপত্তিপত্র) প্রদান করবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার ক্ষোভ আড়ালের চেষ্টা? যা বলছে বিসিবি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে— এমন খবরে চারদিকে যখন তীব্র সমালোচনা চলছে, ঠিক তখনই সাকিবের ফেরার ঘোষণা আসায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংবাদ সম্মেলনে প্রশ্ন ওঠে, বিশ্বকাপ থেকে বাদ পড়ার খবর আড়াল করতেই কি সাকিবের ইস্যুটি সামনে আনা হলো?
এর জবাবে বিসিবি পরিচালক আমজাদ হোসেন বলেন, এটি আমাদের বোর্ডের নিয়মিত সভার সিদ্ধান্ত। এটা আসলে আজকের মিটিংয়ে হবে নাকি অন্য মিটিংয়ে হবে, এভাবে বোধহয় জবাবদিহিতার মধ্যে আনা ঠিক না। আজকের মিটিংয়ে কোন এজেন্ডা থাকবে, সেটি সম্পূর্ণ বোর্ডের বিষয়। আজ আমাদের কেন্দ্রীয় চুক্তিতে থাকা সব ক্রিকেটারের পারফরম্যান্স ও সহজলভ্যতা (অ্যাভেইবিলিটি) নিয়ে রিভিউ করা হয়েছে। সেখান থেকেই সুনির্দিষ্টভাবে সাকিবের আলোচনাটি এসেছে।
সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় বিসিবি
সাকিবকে বোর্ড সবুজ সংকেত দিলেও জাতীয় দলে তার নিয়মিত খেলা নিয়ে সরকার থেকে এখনও চূড়ান্ত কোনও নির্দেশনা আসেনি। সাকিবের বিরুদ্ধে থাকা ব্যক্তিগত ও আইনি সমস্যাগুলো সরকার কীভাবে দেখবে, তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।
এ বিষয়ে সরকারের সঙ্গে আলোচনার জন্য বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আমজাদ হোসেন জানান, আমাদের সভাপতিকে বলা হয়েছে এই বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে যোগাযোগ করতে। সাকিবের ব্যক্তিগত সমস্যাগুলো তার নিজস্ব। সেগুলো সরকার কীভাবে মোকাবিলা (ফেস) করবে, তা সরকারের সিদ্ধান্ত। তবে আমরা বোর্ডের পক্ষ থেকে সাকিবকে চেয়েছি— এটাই হলো মূল কথা।
এসি/আপ্র/২৫/০১/২০২৬



















