ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

উজিরপুরের কথ্য ভাষা

  • আপডেট সময় : ০৯:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

শাহ আলম ডাকুয়া: বরিশালের উজিরপুর উপজেলায় এমন অনেক কথ্য ভাষার শব্দ রয়েছে যা বাংলাদেশের বাংলা একাডেমি, বরিশালের আঞ্চলিক ভাষার অভিধানেও স্থান পায়নি আমার জানা মতে। সে সব শব্দ সংগ্রহ করা হচ্ছে। উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রাম থেকে তেমনি একটি শব্দ ‘ক্যাল ক্যাল’ সংগ্রহ করা হয়েছে। এ শব্দের অর্থ বলার আগে কয়েকটা বাক্য নিচে দেয়া হলো-

১. ‘ক্যাল ক্যাল’ ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।

২. হর তো এহিনদাÑ ‘ক্যাল ক্যাল’ এক কতা হোনতে ভাল্লাগে না।

৩. ‘ক্যাল ক্যাল’ কানের গোড়ায় আইয়া ভ্যানোর ভ্যানোর হরিস না- ওদিগ হর।
এ তিনটি বাক্য পাঠ করার সাথে সাথে উজিরপুর এলাকার বাসিন্দারা বুঝতে পেরে গেছেন ‘ক্যাল ক্যাল’ শব্দের অর্থ কী?- ক্যাল ক্যাল মানে ‘বারবার’।

শব্দের অর্থ : ক্যাল ক্যাল=বারবার, বেড়াইদ্যা=টিনের/কাঠের/খড় দিয়ে তৈরি ঘরের বেড়া, হুতি=উঁকি দেয়া, দ্যাস= দেয়া/দেওয়া, হর=সরে যাওয়া, এহিনদা=এখান থেকে, কতা=কথা, হোনতে=শুনতে, ভাল্লাগে= ভালো লাগে, গোড়ায়=কাছে, আইয়া=এসে/আসা, ভ্যানোর=ভনভন/প্যান প্যান করা, এক কথা বারবার বলা। হরিস= করা (করিস), ওদিক=ওদিকে, ওইদিকে।

বর্তমান যুগে বরিশাল এলাকায় একটি কথা শোনা যায়- ‘যে আশায় ঘোরোফেরো-মাইয়ার গায় জ¦র’। এ প্রচলিত বাক্যটি ১৯৮০ সালের পরে থেকে শোনা যাচ্ছে। এর আগে ব্রিটিশ বা পাকিস্তান আমলে শোনা গেছে- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।’

এ প্রচলিত বাক্যটির মূল তাৎপর্য হলো- বাংলাদেশে বর্তমান যুগের মতো মোবাইল/ফেসবুক/ইন্টারনেট/ইমো/ম্যাসেঞ্জার ছিল না আশির দশক পর্যন্ত। তখন গ্রামের ছেলেমেয়েদের প্রেম হতো-গোপনে-আবডালে। তখনকার সময় প্রেমিক নানা ছুতায় প্রেমিকার বাড়ি যেত। বেড়ার ফাঁক দিয়ে প্রেমিকার সাথে কথা বলার চেষ্টা করতো। মেয়ের বাবা বিষয়টি বুঝতে পেরে বলতো- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।’

সংগ্রহ ও সম্পাদনা : শাহ আলম ডাকুয়া

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

উজিরপুরের কথ্য ভাষা

আপডেট সময় : ০৯:৪৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

শাহ আলম ডাকুয়া: বরিশালের উজিরপুর উপজেলায় এমন অনেক কথ্য ভাষার শব্দ রয়েছে যা বাংলাদেশের বাংলা একাডেমি, বরিশালের আঞ্চলিক ভাষার অভিধানেও স্থান পায়নি আমার জানা মতে। সে সব শব্দ সংগ্রহ করা হচ্ছে। উজিরপুরের বামরাইল ইউনিয়নের হস্তিশুণ্ড গ্রাম থেকে তেমনি একটি শব্দ ‘ক্যাল ক্যাল’ সংগ্রহ করা হয়েছে। এ শব্দের অর্থ বলার আগে কয়েকটা বাক্য নিচে দেয়া হলো-

১. ‘ক্যাল ক্যাল’ ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।

২. হর তো এহিনদাÑ ‘ক্যাল ক্যাল’ এক কতা হোনতে ভাল্লাগে না।

৩. ‘ক্যাল ক্যাল’ কানের গোড়ায় আইয়া ভ্যানোর ভ্যানোর হরিস না- ওদিগ হর।
এ তিনটি বাক্য পাঠ করার সাথে সাথে উজিরপুর এলাকার বাসিন্দারা বুঝতে পেরে গেছেন ‘ক্যাল ক্যাল’ শব্দের অর্থ কী?- ক্যাল ক্যাল মানে ‘বারবার’।

শব্দের অর্থ : ক্যাল ক্যাল=বারবার, বেড়াইদ্যা=টিনের/কাঠের/খড় দিয়ে তৈরি ঘরের বেড়া, হুতি=উঁকি দেয়া, দ্যাস= দেয়া/দেওয়া, হর=সরে যাওয়া, এহিনদা=এখান থেকে, কতা=কথা, হোনতে=শুনতে, ভাল্লাগে= ভালো লাগে, গোড়ায়=কাছে, আইয়া=এসে/আসা, ভ্যানোর=ভনভন/প্যান প্যান করা, এক কথা বারবার বলা। হরিস= করা (করিস), ওদিক=ওদিকে, ওইদিকে।

বর্তমান যুগে বরিশাল এলাকায় একটি কথা শোনা যায়- ‘যে আশায় ঘোরোফেরো-মাইয়ার গায় জ¦র’। এ প্রচলিত বাক্যটি ১৯৮০ সালের পরে থেকে শোনা যাচ্ছে। এর আগে ব্রিটিশ বা পাকিস্তান আমলে শোনা গেছে- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।’

এ প্রচলিত বাক্যটির মূল তাৎপর্য হলো- বাংলাদেশে বর্তমান যুগের মতো মোবাইল/ফেসবুক/ইন্টারনেট/ইমো/ম্যাসেঞ্জার ছিল না আশির দশক পর্যন্ত। তখন গ্রামের ছেলেমেয়েদের প্রেম হতো-গোপনে-আবডালে। তখনকার সময় প্রেমিক নানা ছুতায় প্রেমিকার বাড়ি যেত। বেড়ার ফাঁক দিয়ে প্রেমিকার সাথে কথা বলার চেষ্টা করতো। মেয়ের বাবা বিষয়টি বুঝতে পেরে বলতো- ‘ক্যাল ক্যাল ভাঙা বেড়াইদ্যা হুতি দ্যাস ক্যা? মাইয়ার গায় জ¦র।’

সংগ্রহ ও সম্পাদনা : শাহ আলম ডাকুয়া

আজকের প্রত্যাশা/কেএমএএ