ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

এক্সপ্রেসওয়েতে ‘ডিবি সেজে’ ডাকাতির চেষ্টা, সাবেক সেনা-পুলিশসহ আটক ৬

  • আপডেট সময় : ০৭:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

মুন্সিগঞ্জ সংবাদদাতা: ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে সেনাবাহিনীর সাবেক একজন সদস্য এবং পুলিশের সাবেক দুই সদস্য রয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডিবি পুলিশের পরিচয়ে যাত্রী ও যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—ডিবি পুলিশের ব্যবহৃত ৪টি ডিবির পোষাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট ও ইলেকট্রিক শক দেয়ার মেশিন, ১টি লেজার লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই ঘটনায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওআ/আপ্র/২৪/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

এক্সপ্রেসওয়েতে ‘ডিবি সেজে’ ডাকাতির চেষ্টা, সাবেক সেনা-পুলিশসহ আটক ৬

আপডেট সময় : ০৭:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

মুন্সিগঞ্জ সংবাদদাতা: ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে ছয়জনকে আটক করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের মধ্যে সেনাবাহিনীর সাবেক একজন সদস্য এবং পুলিশের সাবেক দুই সদস্য রয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

পুলিশ সুপার জানান, শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে পদ্মা সেতুর উত্তর টোল প্লাজার সামনে সন্দেহজনকভাবে অবস্থানকালে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ডিবি পুলিশের পরিচয়ে যাত্রী ও যানবাহন থামিয়ে ডাকাতির পরিকল্পনা করছিল।

আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে—ডিবি পুলিশের ব্যবহৃত ৪টি ডিবির পোষাক, ১ জোড়া হ্যান্ডকাফ, ১টি ওয়াকিটকি সেট ও ইলেকট্রিক শক দেয়ার মেশিন, ১টি লেজার লাইট এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হাইস মাইক্রোবাস।

পুলিশ সুপার আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাদের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এই ঘটনায় ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হলেও পুলিশের তৎপরতায় বড় ধরনের অপরাধের হাত থেকে রক্ষা পাওয়া গেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওআ/আপ্র/২৪/১/২০২৬