ক্রীড়া ডেস্ক: ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যে সিদ্ধান্তই নিক, সেটিকে সম্মান জানানো উচিত বলে মনে করেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান।
বিপিএল ফাইনালের ঠিক একদিন আগে বৃহস্পতিবার এই মন্তব্য করেন তিনি। ফাইনালের আগে আলোচনার বড় বিষয় ছিল বিশ্বকাপ ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তা। এদিন বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের।
বিপিএলে চট্টগ্রাম রয়্যালসের অধিনায়ক ও বিশ্বকাপ স্কোয়াডের সদস্য শেখ মেহেদী বৃহস্পতিবার সকালে মিরপুর জাতীয় ক্রিকেট একাডেমিতে দলের সঙ্গে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেছেন, ‘ক্রিকেটার হিসেবে সবাই চায় বিশ্বকাপ খেলতে। কিন্তু এটা বোর্ডের সিদ্ধান্তের বিষয়, সরকারেরও এখানে ভূমিকা আছে। তারা আমাদের অভিভাবক। তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমাদের মেনে নেওয়া উচিত।’
আসিফ নজরুলের সঙ্গে বৈঠক থেকে কী ফল আসতে পারে—এমন প্রশ্নে অফস্পিনিং অলরাউন্ডার জানান, এখনো খেলোয়াড়দের কিছু জানানো হয়নি।
তার ভাষায়, ‘এখনো কিছুই ব্যাখ্যা করা হয়নি। বিশ্বকাপ স্কোয়াডের সবাইকে আলাদাভাবে মেসেজ দিয়ে বৈঠকে থাকতে বলা হয়েছে। সেখানে গেলে তবেই বুঝতে পারবো।’
এসি/আপ্র/২২/০১/২০২৬




















