নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন।
এছাড়াও ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে তাসনিম জারা বলেন, সব বাধা পেরিয়ে ফুটবল প্রতীক নিয়েই আমরা নির্বাচন করছি।
প্রতীক বরাদ্দের চিঠিটি ডা. তাসনিম জারার হাতে তুলে দেন ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
প্রতীক পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, ‘ফুটবল’ আমার পছন্দের প্রতীক ছিল এবং আমি এটি পাওয়ার জন্যই আবেদন করেছি।
কমিশন আবেদনটি মঞ্জুর করায় তিনি সন্তোষ প্রকাশ করেন।
এসি/আপ্র/২১/০১/২০২৬




















