খুলনা ব্যুরো: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিন খুলনার ৬টি সংসদীয় আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে এই আসনে বৈধ প্রার্থীর সংখ্যা ৩৮ জন।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) ছিল ত্রাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। নির্ধারিত এই সময়ের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন।
প্রার্থীরা হলেন- খুলনা -১ আসন থেকে বাংলাদেশ খেলাফতে মজলিসের ফিরোজুল ইসলাম , খুলনা-২ আসন থেকে খেলাফতে মজলিশের মো. শহিদুল ইসলাম, খুলনা-০৩ আসন থেকে বাংলাদেশ খেলাফতে মজলিসের হারুনুর রশীদ, খুলনা-৪ আসন জামায়াতে ইসলামীর প্রার্থী মো. কবিরুল ইসলাম এবং খুলনা -৫ আসনে বাংলাদেশ খেলাফতে মজলিসের আব্দুল কাইয়ুম জমাদ্দার।
খুলনার ৬টি আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪৩ জন। প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত ৫ জন প্রত্যাহার করে নেওয়ায় ৩৮ জন বৈধ প্রাথী নির্বাচনী মাঠে রয়েছেন।
সানা/এসি/আপ্র/২১/০১/২০২৬




















