ঢাকা ০৬:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী!

  • আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: উস্কোখুস্কো চুল, পরনে নোংরা পোশাক, মুখে অদ্ভুত কালচে মেকআপ রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীকে দেখে অনেকেই মানসিক ভারসাম্যহীন ভেবে পাশ কাটিয়ে যাবেন। কিন্তু ভিডিওটি একটু ভালো করে দেখলেই চমক। কারণ, এই ‘ভবঘুরে নারী’র চরিত্রে যিনি ধরা দিয়েছেন, তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় আলোচনা। ভিডিওতে হঠাৎ করেই হাজির হন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানেই ধীরে ধীরে পরিষ্কার হয় রহস্য এই অচেনা, অদ্ভুত লুকের নারী আসলে কেয়া পায়েলই।

অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কেয়া পায়েল যে চরিত্রে চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে পারেন, সেটিই আবারো প্রমাণ করলেন তিনি। ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে তার এই রূপান্তর ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল উচ্চস্বরে অভিযোগ করছেন কেউ নাকি তাকে বল ছুড়ে মেরেছে, তিনি বিচার চান। এমন সময় মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া হঠাৎ তেড়ে যান এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিও প্রকাশের পরপরই দর্শক ও ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চিনতেই পারেননি। কেউ লিখেছেন, ‘বাপরে বাপ, কী ভয়ংকর অভিনয়!’ আবার কেউ প্রশংসা করেছেন মেকআপ ও চরিত্রের বাস্তবতায়, ‘একদম পারফেক্ট লুক।’

জানা গেছে, এই ভাইরাল ভিডিওটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নাটকটিতে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে, কেয়া পায়েলের এই ‘পাগলবেশ’ শুধু চমক নয়, বরং তার অভিনয় সাহস ও চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতার আরেকটি শক্ত প্রমাণ হিসেবেই দেখছেন দর্শকরা।

এসি/আপ্র/১৮/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির, কে কোন আসনে লড়বেন

পাগলবেশে রাস্তায় ঘুরছেন জনপ্রিয় অভিনেত্রী!

আপডেট সময় : ০৩:১৯:০৫ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

বিনোদন ডেস্ক: উস্কোখুস্কো চুল, পরনে নোংরা পোশাক, মুখে অদ্ভুত কালচে মেকআপ রাস্তায় দাঁড়িয়ে থাকা নারীকে দেখে অনেকেই মানসিক ভারসাম্যহীন ভেবে পাশ কাটিয়ে যাবেন। কিন্তু ভিডিওটি একটু ভালো করে দেখলেই চমক। কারণ, এই ‘ভবঘুরে নারী’র চরিত্রে যিনি ধরা দিয়েছেন, তিনি ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ঘিরে শুরু হয় আলোচনা। ভিডিওতে হঠাৎ করেই হাজির হন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। সেখানেই ধীরে ধীরে পরিষ্কার হয় রহস্য এই অচেনা, অদ্ভুত লুকের নারী আসলে কেয়া পায়েলই।

অভিনয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও কেয়া পায়েল যে চরিত্রে চরিত্রে নিজেকে ভেঙে নতুনভাবে গড়ে তুলতে পারেন, সেটিই আবারো প্রমাণ করলেন তিনি। ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন এক নারীর চরিত্রে তার এই রূপান্তর ইতোমধ্যেই নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল উচ্চস্বরে অভিযোগ করছেন কেউ নাকি তাকে বল ছুড়ে মেরেছে, তিনি বিচার চান। এমন সময় মোটরসাইকেল নিয়ে সেখানে পৌঁছান জোভান। তাকে দেখেই কেয়া হঠাৎ তেড়ে যান এবং অস্বাভাবিক আচরণ শুরু করেন। ভিডিওটি শেয়ার করে মজার ছলে জোভান লেখেন, ‘ছেমরি পাগল নাকি?? আমারে কয় খাইয়া লাইবো!’

ভিডিও প্রকাশের পরপরই দর্শক ও ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা-সমালোচনা। অনেকেই মন্তব্য করেছেন, প্রথম দেখায় কেয়া পায়েলকে চিনতেই পারেননি। কেউ লিখেছেন, ‘বাপরে বাপ, কী ভয়ংকর অভিনয়!’ আবার কেউ প্রশংসা করেছেন মেকআপ ও চরিত্রের বাস্তবতায়, ‘একদম পারফেক্ট লুক।’

জানা গেছে, এই ভাইরাল ভিডিওটি মূলত একটি নতুন নাটকের শুটিংয়ের দৃশ্য। যদিও নাটকটির নাম এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। নাটকটিতে কেয়া পায়েলের সহশিল্পী হিসেবে থাকছেন ফারহান আহমেদ জোভান। এর আগেও এই জুটি একাধিক নাটকে একসঙ্গে কাজ করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে, কেয়া পায়েলের এই ‘পাগলবেশ’ শুধু চমক নয়, বরং তার অভিনয় সাহস ও চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতার আরেকটি শক্ত প্রমাণ হিসেবেই দেখছেন দর্শকরা।

এসি/আপ্র/১৮/০১/২০২৬