ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

জুলাইযোদ্ধাদের জন্য নতুন ডিপার্টমেন্ট করা হবে: তারেক রহমান

  • আপডেট সময় : ০২:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে গণহত্যা বলেই উল্লেখ করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান।

এসময় তারেক রহমান বরেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পাশে থেকে সমাধান করবো। যারা এখনো বিভিন্ন কষ্টে জর্জরিত তাদের সমস্যাগুলো আমরা দেখব। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল একইভাবে ২৪ এর জুলাই যোদ্ধারাও লড়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো জুলাই যোদ্ধাদের জন্য আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবো। নতুন এই ডিপার্টমেন্টের দায়িত্ব হবে জুলাই যোদ্ধাদের দেখাশোনা করা।

এর আগে, সভায় জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন, এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং বর্তমান সরকারের মতো বেইমানি করবেন না।’

শহীদ জাহিদের মা ফাতেমাতুজ জোহারা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার জিসানকে যদি না পাই, এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ‘আম্মু মা’ বলে ডাকত। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে সে বলেছিল, জিসান চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আজ সে-ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কী নিয়ে বাঁচব?’

এসি/আপ্র/১৮/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জুলাইযোদ্ধাদের জন্য নতুন ডিপার্টমেন্ট করা হবে: তারেক রহমান

আপডেট সময় : ০২:০১:০২ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানে মানুষকে যেভাবে হত্যা করা হয়েছে তাকে গণহত্যা বলেই উল্লেখ করা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে জুলাই যোদ্ধাদের জন্য নতুন একটি ডিপার্টমেন্ট খোলা হবে বলে জানিয়েছেন তিনি।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টায় ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির উদ্যোগে আয়োজিত জুলাই আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তারেক রহমান।

এসময় তারেক রহমান বরেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বিএনপি আগামী দিনে সরকার গঠন করলে শহীদ পরিবার, জুলাই যোদ্ধাদের পাশে থেকে সমাধান করবো। যারা এখনো বিভিন্ন কষ্টে জর্জরিত তাদের সমস্যাগুলো আমরা দেখব। ৭১ সালে মুক্তিযোদ্ধারা যেভাবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার জন্য যুদ্ধ করেছিল একইভাবে ২৪ এর জুলাই যোদ্ধারাও লড়েছে। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মতো জুলাই যোদ্ধাদের জন্য আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করবো। নতুন এই ডিপার্টমেন্টের দায়িত্ব হবে জুলাই যোদ্ধাদের দেখাশোনা করা।

এর আগে, সভায় জুলাই আন্দোলনে শহীদ আনাসের মা আবেগঘন কণ্ঠে বলেন, ‘আপনি (তারেক রহমান) আগামী নির্বাচনে জয়ী হয়ে রাষ্ট্রক্ষমতায় এলে সব শহীদ হত্যার বিচার করবেন, এটাই আমাদের বিশ্বাস। অন্তর্বর্তীকালীন সরকার যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা এখনো পূরণ হয়নি। আজও আমার ছেলের হত্যাকারীদের গ্রেফতার করা হয়নি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করলে আপনারা ন্যায়বিচার নিশ্চিত করবেন এবং বর্তমান সরকারের মতো বেইমানি করবেন না।’

শহীদ জাহিদের মা ফাতেমাতুজ জোহারা কান্নাজড়িত কণ্ঠে তার সন্তানের স্মৃতিচারণ করে বলেন, ‘আমার জিসানকে যদি না পাই, এই দুনিয়াতে আমার আর কেউ নেই। আমার বড় ছেলে আমাকে আদর করে ‘আম্মু মা’ বলে ডাকত। আজ ১৭ মাস হয়ে গেছে, কেউ আর আমাকে সেই নামে ডাকে না। আমার বড় ছেলে মারা যাওয়ার এক সপ্তাহ আগে সে বলেছিল, জিসান চলে গেলেও আমি তোমাকে ছেড়ে যাব না। কিন্তু আজ সে-ও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কী নিয়ে বাঁচব?’

এসি/আপ্র/১৮/০১/২০২৬