ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ আমরা দেখতে চাই না: নুরুল হক নুর

  • আপডেট সময় : ০৮:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সংবাদদাতা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না। দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে হানাহানি সংঘাত সহিংসতা থাকবে না। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় ঢাকাস্থ গলাচিপা-দশমিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে আহ্বানটি এসেছিলো ৭৫ পরবর্তী বাংলাদেশের অস্থির সময়ে বাংলাদেশের আরেক রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। সে সময়ে তিনি অল্প সময়ে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আমাদের বৈদেশিক কর্মসংস্থান ও মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল।

তিনি বলেন, পরবর্তীতে খালেদা জিয়া দেশের আপামর মানুষের ভালোবাসা পেয়েছিলেন। তিনি বাংলাদেশের মানুষের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন। তিনি বলেছিলেন বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই, আমাদের প্রভু নেই, আমাদের বন্ধু আছে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে ছিলেন আপসহীন।

নুর বলেন, কালপ্রিটগুলো নির্বাচন সামনে রেখে কিংবা গত ১৫ মাসে দেশের মধ্যে মব করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে রাজনৈতিক ফায়দা নিয়ে আমাদের ঐক্য নষ্টের চেষ্টা করেছে। আপনার মতের সঙ্গে কারও মত না-ই মিলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রোফাইল দেখলে বুঝবেন কে কোন দলের সমর্থক। এভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।

এসি/আপ্র/১৮/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ আমরা দেখতে চাই না: নুরুল হক নুর

আপডেট সময় : ০৮:৪৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬

নারায়ণগঞ্জ সংবাদদাতা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, আমরা অতীতের মতো কালো রাজনীতির পরিবেশ দেখতে চাই না। দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে হানাহানি সংঘাত সহিংসতা থাকবে না। নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব থাকবে।

শনিবার (১৭ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জের তল্লা এলাকায় ঢাকাস্থ গলাচিপা-দশমিয়ার সর্বস্তরের জনগণের ব্যানারে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, গণঅভ্যুত্থানের পরে যে বাংলাদেশের কথা বলছি সেই বাংলাদেশ গড়তে হলে দলমত নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। যে আহ্বানটি এসেছিলো ৭৫ পরবর্তী বাংলাদেশের অস্থির সময়ে বাংলাদেশের আরেক রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কাছ থেকে। সে সময়ে তিনি অল্প সময়ে বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটিয়েছিলেন। আমাদের বৈদেশিক কর্মসংস্থান ও মুসলিম ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছিল।

তিনি বলেন, পরবর্তীতে খালেদা জিয়া দেশের আপামর মানুষের ভালোবাসা পেয়েছিলেন। তিনি বাংলাদেশের মানুষের প্রশ্নে ভারতীয় আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ভূমিকা রেখেছেন। তিনি বলেছিলেন বিদেশে আমাদের কোনো ঠিকানা নেই, আমাদের প্রভু নেই, আমাদের বন্ধু আছে। তিনি গণতন্ত্র পুনরুদ্ধারে ছিলেন আপসহীন।

নুর বলেন, কালপ্রিটগুলো নির্বাচন সামনে রেখে কিংবা গত ১৫ মাসে দেশের মধ্যে মব করে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিতে রাজনৈতিক ফায়দা নিয়ে আমাদের ঐক্য নষ্টের চেষ্টা করেছে। আপনার মতের সঙ্গে কারও মত না-ই মিলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রোফাইল দেখলে বুঝবেন কে কোন দলের সমর্থক। এভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব নয়।

এসি/আপ্র/১৮/০১/২০২৬