ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

  • আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে সাতটি ককটেল সদৃশ বস্তু।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পেছনের পুকুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরসহ তিনজন মাছ ব্যবসায়ী সকালে ওই পুকুরে জাল টেনে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে একটি ভারী ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর ভেতরে লাল কচটেপে মোড়ানো সাতটি বোমাসদৃশ বস্তু দেখতে পায় তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা।

এ খবর লেখা পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল শ্রীপুর থানা পুলিশ, র‌্যাব-১ (পোড়াবাড়ি ক্যাম্প) সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে। ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে যে, বস্তুগুলো কোথা থেকে এলো বা কারা এগুলো পুকুরে ফেলে গেছে।

সানা/ওআ/আপ্র/১৬/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শ্রীপুরে পুকুর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

আপডেট সময় : ০৯:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

আব্দুস সালাম রানা, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে জেলের জালে উঠে এসেছে সাতটি ককটেল সদৃশ বস্তু।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার মাওনা বাজার এলাকার পিয়ার আলী কলেজের পেছনের পুকুরে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীরসহ তিনজন মাছ ব্যবসায়ী সকালে ওই পুকুরে জাল টেনে মাছ ধরছিলেন। একপর্যায়ে তাদের জালে একটি ভারী ব্যাগ উঠে আসে। ব্যাগটি খোলার পর ভেতরে লাল কচটেপে মোড়ানো সাতটি বোমাসদৃশ বস্তু দেখতে পায় তারা। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পুলিশ, র‌্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা।

এ খবর লেখা পর্যন্ত, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছিল শ্রীপুর থানা পুলিশ, র‌্যাব-১ (পোড়াবাড়ি ক্যাম্প) সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ৮ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাস্মদ নাসির আহমদ জানান, এলাকাটি কর্ডন করে রাখা হয়েছে। ঢাকা থেকে বম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর বস্তুগুলো পরীক্ষা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি খতিয়ে দেখছে যে, বস্তুগুলো কোথা থেকে এলো বা কারা এগুলো পুকুরে ফেলে গেছে।

সানা/ওআ/আপ্র/১৬/০১/২০২৬