ক্রীড়া ডেস্ক: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া এবং বাংলাদেশের ম্যাচের ভেন্যু চেঞ্জ নিয়ে আজ একটা সুরাহা হওয়ার কথা ছিল। সেটা হয়নি। তবে আইসিসি ও বিসিবির মধ্যকার ভিডিও কনফারেন্সে নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার বিষয়টি তুলে ধরেছে বিসিবি।
এই কনফারেন্সে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সঙ্গে ছিলেন সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ।
আরো ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এবং প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।
আইসিসির সঙ্গে আজ কি কথা হয়েছে সেটা জানতে চাওয়া হয়েছিল সহসভাপতি শাখাওয়াতের কাছে। বিস্তারিত কিছু না বললেও বিসিবির সহসভাপতি জানিয়েছেন, সিদ্ধান্ত থেকে এক ইঞ্চিও আমরা নড়ব না। সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা যে অবস্থান নিয়েছি, সেখানেই আছি।
আমাদের জায়গা থেকে এক ইঞ্চিও নড়ব না। মানে ভারতে আমরা যাব না।’
সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কায় শুরু হবে দশম সংস্করণ।
তাই সমাধান যা টানার দ্রুতই টানতে হবে। এ বিষয়ে শাখাওয়াত বলেছেন, ‘সময় খুব কম। সেটা তারাও (আইসিসি) জানে। আর কিছু বলা যাচ্ছে না।’
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পরেই এখন মুখোমুখি অবস্থানে বিসিসিআই ও বিসিবি।
উগ্রবাদী গোষ্ঠীর কাছে নতি স্বীকার করে ভারত বাংলাদেশের বাঁহাতি পেসার বাদ দেওয়ায় এখন বিপাকে পড়েছে আইসিসিও। অথচ এ সময় পুরো ক্রিকেট বিশ্বের মেতে থাকার কথা ছিল উন্মাদনা নিয়ে।
ওআ/আপ্র/১৩/১/২০২৬

























