ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

কোটিপতি তাহেরীর আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ

  • আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:  হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি ও ব্যাংক আমানতের সুদ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তাহেরীর ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ নেই। এছাড়া তার স্ত্রীর কোনো অলংকার বা নগদ অর্থও নেই।

তাহেরীর হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা, এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা আয় হয়। এছাড়া নগদ ৪১ হাজার ২৮৬ টাকা, ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা, স্বর্ণ ৩১ ভরি (মূল্য ৬ লাখ টাকা) এবং আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা। এভাবে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়ায় ১৯,০৪,৮৯২ টাকা।

স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তাহেরীর মোট সম্পদ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। তিনি পেশায় ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। সম্পদ সবই নিজের নামে, স্ত্রীর নামে কোনো সম্পদ নেই।

স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমির মূল্য ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা, যা মূলত হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত।

তাহেরী হলফনামায় আরও জানিয়েছেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে, শ্বশুর বাড়ি হবিগঞ্জের মাধবপুরে, এ সূত্রেই তিনি এ আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ৩টি চলমান মামলা রয়েছে, যা ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হয়েছে।

ওআ/আপ্র/১৩/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

কোটিপতি তাহেরীর আয়ের উৎস ব্যাংক আমানতের সুদ

আপডেট সময় : ০২:৩৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক:  হবিগঞ্জ-৪ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী মো. গিয়াস উদ্দিন তাহেরীর মোট সম্পদ প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। তার আয়ের প্রধান উৎস ব্যবসা, কৃষি ও ব্যাংক আমানতের সুদ।

নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় দেখা গেছে, তাহেরীর ওপর নির্ভরশীলদের নামে কোনো সম্পদ নেই। এছাড়া তার স্ত্রীর কোনো অলংকার বা নগদ অর্থও নেই।

তাহেরীর হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার অস্থাবর সম্পদ হিসেবে কৃষি খাত থেকে বছরে ২৬ হাজার ৪০০ টাকা, ব্যবসা থেকে ৭ লাখ ৯১ হাজার টাকা, এবং ব্যাংক সুদ থেকে ২২ হাজার ৮৯২ টাকা আয় হয়। এছাড়া নগদ ৪১ হাজার ২৮৬ টাকা, ব্যাংকে জমা ৭ লাখ ৬৩ হাজার ৬০৬ টাকা, স্বর্ণ ৩১ ভরি (মূল্য ৬ লাখ টাকা) এবং আসবাবপত্রের মূল্য ৫ লাখ টাকা। এভাবে তার মোট অস্থাবর সম্পদ দাঁড়ায় ১৯,০৪,৮৯২ টাকা।

স্থাবর ও অস্থাবর সম্পদ মিলিয়ে তাহেরীর মোট সম্পদ ১ কোটি ৭৯ লাখ ৪৩ হাজার ৮৯২ টাকা। তিনি পেশায় ব্যবসায়ী এবং তার স্ত্রী গৃহিণী। সম্পদ সবই নিজের নামে, স্ত্রীর নামে কোনো সম্পদ নেই।

স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমির মূল্য ১ কোটি ৬০ লাখ ৩৯ হাজার টাকা, যা মূলত হবিগঞ্জের মাধবপুরে অবস্থিত।

তাহেরী হলফনামায় আরও জানিয়েছেন, তার বাড়ি কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ভাজরা গ্রামে, শ্বশুর বাড়ি হবিগঞ্জের মাধবপুরে, এ সূত্রেই তিনি এ আসনে প্রার্থী হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে ৩টি চলমান মামলা রয়েছে, যা ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হয়েছে।

ওআ/আপ্র/১৩/১/২০২৬