নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, রাতে কাজ শেষে ফেরার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি ইব্রাহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।
নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
এসি/আপ্র/১৩/০১/২০২৬




















