ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

রাজধানীর জুরাইনে গাড়ি চাপায় ভ্যানচালক নিহত

  • আপডেট সময় : ১১:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, রাতে কাজ শেষে ফেরার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি ইব্রাহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এসি/আপ্র/১৩/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বিএনপি নেতার মৃত্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চাইলেন মির্জা ফখরুল

রাজধানীর জুরাইনে গাড়ি চাপায় ভ্যানচালক নিহত

আপডেট সময় : ১১:২২:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামপুর থানাধীন জুরাইন বালুর মাঠ এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় ইব্রাহিম (৪০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের স্ত্রী মিনারা বেগম জানান, রাতে কাজ শেষে ফেরার পথে অজ্ঞাত একটি দ্রুতগামী গাড়ি ইব্রাহিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিহত ইব্রাহিম পেশায় ভ্যানচালক ছিলেন। পুলিশ ঘাতক গাড়িটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।

এসি/আপ্র/১৩/০১/২০২৬