ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

অবশেষে গ্রেপ্তার প্রিয়াঙ্কা গান্ধী, রয়েছেন সাবজেলে

  • আপডেট সময় : ০২:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ১০৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : দেড় দিন আটক রাখার পর ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার দেখিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। তিনিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিগগির আদালতে তোলা হবে বলে খবর দিয়েছে আনন্দবাজার।

উত্তর প্রদেশের সীতাপুরে চলমান কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে সেখান যান প্রিয়াঙ্কা গান্ধী। তবে, উত্তর প্রদেশ পুলিশের অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধি শান্তি ভঙ্গ করেছেন। ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের এই তরুণ নেত্রীর বিরুদ্ধে।

টানা ৩৫ ঘণ্টা যে গেস্ট হাউসে প্রিয়াঙ্কাকে আটক করে রাখা হয়েছে আদালতে সুরাহা না হওয়া পর্যন্ত সে বাড়িতে সাবজেলে বন্দি থাকবেন তিনি।

পুলিশ সূত্রে খবর, প্রিয়ঙ্কা-সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাদের মধ্যে কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা, অজয় কুমার লাল্লুও রয়েছেন।

কৃষক আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আট জনের মৃত্যুর পরে রবিবার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। কিন্তু পথে সীতাপুরে তার কনভয় আটকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ। পরে আটক করা হয় তাকে।

এদিকে আটকের পর প্রিয়াঙ্কাকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ করে কংগ্রেস। তার হাতে হাতকড়া পরানো হয়। প্রিয়াঙ্কার কনভয় আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বিত-ায় জড়ান। সংবাদমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ প্রিয়াঙ্কাকে লখিমপুর যেতে নিষেধ করছে। অন্য দিকে, প্রিয়ঙ্কার দাবি, তাকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান তাদের কাছে ওয়ারেন্ট রয়েছে কি না।

সীতাপুরে একটি গেস্ট হাউসে আটক করে রাখা হয় প্রিয়াঙ্কাকে। সেখান থেকেই মঙ্গলবার সকালে টুইটারে একটি ভিডিও বার্তায় মোদি সরকারকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘মোদিজি, কোনো রকম নির্দেশ ছাড়াই আপনার সরকার আমাকে ২৮ ঘণ্টা ধরে আটক করে রেখেছে। অথচ যে অন্নদাতাদের পিষে দিল সে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আপনার সরকার তাকে ধরছে না। কেন?’’ যত দিন না কৃষকরা ন্যায় বিচার পাচ্ছেন তত দিন তাদের আন্দোলন চলবে বলেও জানান তিনি। তার পরেই উত্তরপ্রদেশ পুলিশ জানায়, গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেস নেত্রীকে।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

অবশেষে গ্রেপ্তার প্রিয়াঙ্কা গান্ধী, রয়েছেন সাবজেলে

আপডেট সময় : ০২:০০:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : দেড় দিন আটক রাখার পর ভারতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার দেখিয়েছে উত্তর প্রদেশের পুলিশ। তিনিসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শিগগির আদালতে তোলা হবে বলে খবর দিয়েছে আনন্দবাজার।

উত্তর প্রদেশের সীতাপুরে চলমান কৃষক আন্দোলনে সংহতি জানিয়ে সেখান যান প্রিয়াঙ্কা গান্ধী। তবে, উত্তর প্রদেশ পুলিশের অভিযোগ প্রিয়াঙ্কা গান্ধি শান্তি ভঙ্গ করেছেন। ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে কংগ্রেসের এই তরুণ নেত্রীর বিরুদ্ধে।

টানা ৩৫ ঘণ্টা যে গেস্ট হাউসে প্রিয়াঙ্কাকে আটক করে রাখা হয়েছে আদালতে সুরাহা না হওয়া পর্যন্ত সে বাড়িতে সাবজেলে বন্দি থাকবেন তিনি।

পুলিশ সূত্রে খবর, প্রিয়ঙ্কা-সহ ১১ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে তাদের মধ্যে কংগ্রেস নেতা দীপেন্দ্র হুডা, অজয় কুমার লাল্লুও রয়েছেন।

কৃষক আন্দোলনে সংঘর্ষের ঘটনায় আট জনের মৃত্যুর পরে রবিবার রাতেই লখিমপুর খেরির উদ্দেশে রওনা দেন প্রিয়াঙ্কা। কিন্তু পথে সীতাপুরে তার কনভয় আটকে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পুলিশ। পরে আটক করা হয় তাকে।

এদিকে আটকের পর প্রিয়াঙ্কাকে শারীরিক নিগ্রহ করা হয় বলেও অভিযোগ করে কংগ্রেস। তার হাতে হাতকড়া পরানো হয়। প্রিয়াঙ্কার কনভয় আটকানোর পরে পুলিশের সঙ্গে তিনি বিত-ায় জড়ান। সংবাদমাধ্যমে বেশ কয়েকটি ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, পুলিশ প্রিয়াঙ্কাকে লখিমপুর যেতে নিষেধ করছে। অন্য দিকে, প্রিয়ঙ্কার দাবি, তাকে আটকানোর অধিকার নেই পুলিশের। তিনি পুলিশের কাছে জানতে চান তাদের কাছে ওয়ারেন্ট রয়েছে কি না।

সীতাপুরে একটি গেস্ট হাউসে আটক করে রাখা হয় প্রিয়াঙ্কাকে। সেখান থেকেই মঙ্গলবার সকালে টুইটারে একটি ভিডিও বার্তায় মোদি সরকারকে আক্রমণ করেন প্রিয়াঙ্কা। তিনি বলেন, ‘মোদিজি, কোনো রকম নির্দেশ ছাড়াই আপনার সরকার আমাকে ২৮ ঘণ্টা ধরে আটক করে রেখেছে। অথচ যে অন্নদাতাদের পিষে দিল সে এখনও বাইরে ঘুরে বেড়াচ্ছে। আপনার সরকার তাকে ধরছে না। কেন?’’ যত দিন না কৃষকরা ন্যায় বিচার পাচ্ছেন তত দিন তাদের আন্দোলন চলবে বলেও জানান তিনি। তার পরেই উত্তরপ্রদেশ পুলিশ জানায়, গ্রেপ্তার করা হয়েছে কংগ্রেস নেত্রীকে।