নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এর মাধ্যমে দেশের বাজারে স্বর্ণের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে। স্বর্ণের দাম বাড়ার ফলে ২২ ক্যারেটের স্বর্ণের দাম গিয়ে ঠেকেছে দুই লাখ ৩২২ হাজার ৫৫ টাকায়। এর আগে সর্বশেষ ২০২৫ সালের ২৭ ডিসেম্বর স্বর্ণের দাম প্রতি ভরি দুই লাখ ২৭ হাজার ৮৫৬ টাকায় উঠেছিল।
সোমবার (১২ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে দাম বাড়ানোর বিষয়টি জানায় বাজুস। আগামীকাল অর্থাৎ, আজ মঙ্গলবার থেকে এই দাম কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম বাড়ায় স্থানীয় বাজারেও মূল্য সমন্বয় করা হয়েছে।
২২ ক্যারেটের স্বর্ণের দাম প্রতি ভরিতে চার হাজার ২০০ টাকা দাম বাড়ানো হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ২১ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৬ হাজার ৮৮১ টাকা।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ৬০০ মার্কিন ডলার ছাড়িয়েছে, যা সাম্প্রতিক সময়ের সর্বোচ্চ।
স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা পাঁচ হাজার ৯৪৯ টাকায়, ২১ ক্যারেট প্রতি ভরি পাঁচ হাজার ৭১৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি চার হাজার ৮৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ভরি তিন হাজার ৬৭৪ টাকায়।
এসি/আপ্র/১৩/০১/২০২৬
























