ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা

  • আপডেট সময় : ০১:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এসব তথ্য জানান।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত তিন-চার জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ে কাওরান বাজারের স্টার কাবারের পেছনের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুছাব্বির। এ সময় কাওরান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মুছাব্বীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গ রাখা হয়েছে। সেখানে বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। পরে আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এসি/আপ্র/০৮/০১/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যার ঘটনায় মামলা

আপডেট সময় : ০১:২৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তরের স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহতের স্ত্রী বাদী হয়ে তেজগাঁও থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাতদের আসামি করা হয়।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা এসব তথ্য জানান।

তিনি বলেন, মামলায় অজ্ঞাত তিন-চার জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে। ঘটনার তদন্তসহ জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।

বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর তেজগাঁওয়ে কাওরান বাজারের স্টার কাবারের পেছনের গলিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হন মুছাব্বির। এ সময় কাওরান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। মুছাব্বীরের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গ রাখা হয়েছে। সেখানে বৃহস্পতিবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার কথা। পরে আইনি প্রক্রিয়া মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

এসি/আপ্র/০৮/০১/২০২৫