বিনোদন প্রদিবেদক: বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষকদের মধ্যে হুগো শাভেজ, লুলা, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স—তাঁর বাবার বন্ধু হন বলে জানিয়েছেন ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম।
বুধবার (৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে কথা বলতে গিয়ে এমনটাই জানালেন মেঘনা আলম। এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘ছোটবেলা থেকেই আমি রাজনৈতিক পরিবারের পরিবেশে বেড়ে উঠেছি। বিশ্বের খ্যাতনামা রাজনীতিবিদ ও বিশ্লেষক যেমন হুগো সাভেজ, লুলা, নোয়াম চমস্কি, বার্নি স্যান্ডার্স—সবাই বাবার বন্ধু।’
তিনি আরও বলেন, ‘আমি যে ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছি, তারই সহপাঠী নেপালের প্রধানমন্ত্রী হয়েছেন। প্রফেসর ইউনূসের সঙ্গে কাজ করার সময় আমার পরিচয় হয়েছে মেরি রবিনসন এবং শেখা হয়েছে মেগান মার্কেলের কাছেও।’
মেঘনা আলম আরও বলেন, ‘আজকের বিশ্ব অত্যন্ত সংযুক্ত, আর আমাদের জন্য প্রয়োজন কেবল অন্য দেশের সদয় দয়ার ওপর নির্ভর করা নয়, বরং নিজের দেশের বৈশ্বিক প্রভাব তৈরি করা।’
ওআ/আপ্র/০৭/০১/২০২৬

























