ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জানুয়ারী ২০২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী জামিনে মুক্ত

  • আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

সিলেট সংবাদদাতা: সিলেটের হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও নানা নাটকীয়তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারিক হাকিম আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান।

তবে রাতে আদালত না বসায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পাহারায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করলে আন্দোলনকারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

একই সঙ্গে ঢাকাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। আন্দোলনকারীরা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তার গ্রেফতারকে হয়রানিমূলক বলে অভিযোগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন হবিগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শেষ পর্যন্ত আদালতের আদেশে জামিন পাওয়ার পর এলাকায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এসি/আপ্র/০৪/০১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

নির্বাচন নিয়ে সন্দেহ ও সংশয় ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার

বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদী জামিনে মুক্ত

আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬

সিলেট সংবাদদাতা: সিলেটের হবিগঞ্জে রাতভর উত্তেজনা ও নানা নাটকীয়তার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান জামিন পেয়েছেন। রোববার (০৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনুষ্ঠিত শুনানি শেষে বিচারিক হাকিম আব্দুল মান্নান ২০০ টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

জামিনের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হবিগঞ্জ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরিফুল তালুকদার।

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাহদী হাসানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকেই হবিগঞ্জে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তার মুক্তির দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন এবং রাতভর বিক্ষোভ কর্মসূচি পালন করেন। একপর্যায়ে তারা থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে রাতেই আদালত বসিয়ে জামিন শুনানির দাবি জানান।

তবে রাতে আদালত না বসায় রোববার সকাল সাড়ে ৮টার দিকে পুলিশ পাহারায় মাহদী হাসানকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে সকাল ১০টার দিকে আদালত জামিন মঞ্জুর করলে আন্দোলনকারী নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

একই সঙ্গে ঢাকাতেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে। আন্দোলনকারীরা মাহদী হাসানের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং তার গ্রেফতারকে হয়রানিমূলক বলে অভিযোগ করেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও প্রশাসন হবিগঞ্জ সদর থানা ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শেষ পর্যন্ত আদালতের আদেশে জামিন পাওয়ার পর এলাকায় পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এসি/আপ্র/০৪/০১/২০২৬