ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আইএসের চার সদস্যকে আটকের দাবি তালেবানের

  • আপডেট সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৬২ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমের একটি এলাকায় অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চার সদস্যকে আটক করেছে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র গত বুধবার এই তথ্য জানান।
গত রোববার কাবুলের একটি মসজিদের কাছে বোমা হামলা চালানো হয়। এই হামলায় পাঁচজন নিহত হন। হামলার দায় স্বীকার করে আইএস। এই হামলার জের ধরে আফগানিস্তানের রাজধানীর অদূরে পাগমান জেলায় অভিযান চালায় তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটে জানান, অভিযান চালিয়ে আইএসের চার সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া এই অভিযানে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও নথিপত্র জব্দ করা হয়েছে।
এদিকে গতকাল আইএস তাদের এক টেলিগ্রাম চ্যানেলে দাবি করে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে তারা তালেবানের এক সদস্যকে আটকের পর শিরশ্ছেদ করেছে। আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। জালালাবাদে আগেও আইএসের নিশানা হয়েছে তালেবান।
কয়েক বছর ধরে নানগারহার প্রদেশটি আইএসের আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে আসছে।
তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে আইএস।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তারপর তারা দেশটির একাধিক স্থানে আইএসের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আইএসের চার সদস্যকে আটকের দাবি তালেবানের

আপডেট সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমের একটি এলাকায় অভিযান চালিয়ে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) চার সদস্যকে আটক করেছে তালেবান। তালেবানের প্রধান মুখপাত্র গত বুধবার এই তথ্য জানান।
গত রোববার কাবুলের একটি মসজিদের কাছে বোমা হামলা চালানো হয়। এই হামলায় পাঁচজন নিহত হন। হামলার দায় স্বীকার করে আইএস। এই হামলার জের ধরে আফগানিস্তানের রাজধানীর অদূরে পাগমান জেলায় অভিযান চালায় তালেবান। তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক টুইটে জানান, অভিযান চালিয়ে আইএসের চার সদস্যকে আটক করা হয়েছে। এ ছাড়া এই অভিযানে বেশ কিছু অস্ত্রশস্ত্র ও নথিপত্র জব্দ করা হয়েছে।
এদিকে গতকাল আইএস তাদের এক টেলিগ্রাম চ্যানেলে দাবি করে, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে তারা তালেবানের এক সদস্যকে আটকের পর শিরশ্ছেদ করেছে। আফগানিস্তানের নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ। জালালাবাদে আগেও আইএসের নিশানা হয়েছে তালেবান।
কয়েক বছর ধরে নানগারহার প্রদেশটি আইএসের আফগান শাখার প্রধান ঘাঁটি হিসেবে পরিচিতি পেয়ে আসছে।
তালেবান ও আইএস পরস্পরের প্রতিপক্ষ। সম্প্রতি তালেবানকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে আইএস।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। তারপর তারা দেশটির একাধিক স্থানে আইএসের হামলার লক্ষ্যবস্তু হয়েছে।