নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফোনের দাম কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টম ডিউটি কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইসঙ্গে দেশে মোবাইল ফোন উৎপাদনকারীদের জন্য বিদ্যমান ১০ শতাংশ কাস্টম ডিউটি কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।
এর মাধ্যমে বাংলাদেশে মোবাইল ফোন ব্যবসা আরও সম্প্রসারিত হওয়ার পাশাপাশি এ খাতে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়ার আশা করছে সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠকের পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলাম সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান।
ওআ/আপ্র/০১/০১/২০২৫

















