ইদি আমিন : টুপটাপ পাতা ঝরার শব্দ
তিমির নিস্তব্ধ গণতন্ত্রের নীরবতা ভেঙ্গে
ধেয়ে আসে কালজয়ী–
পরিপক্ব অচেতন ঘৃণ্য পাপিষ্ঠ অন্ধকারথ!
মরা বৃক্ষলতা চেয়ে থাকে
বসন্তের আকাশ প্রাণে
ঝিরঝির বাতাসে কেঁপে উঠে কোকিলের লাশ
আহা পুড়ে যাওয়া সবুজের একি কারবার।
শহীদের বুকের রক্তে কেনা ছিলো
ফাগুনের আগুন ঝরা দিনে
শান্তির আবাস ভূমি
দুর্বার গণতন্ত্রথথথথথথথথথথ!
বীরাঙ্গনাদের ইতিহাস পরিহাসে
খেই হারায় গৌরবময় কাব্যকলা
মলিন হয়ে নিঃশেষ হয় সব
নিঃশেষ হয় মূলমন্ত্র।
অভাবনীয় কালের খেয়ায় রচিত হয়ে রবে
বিষাদের নীল অংকিত
অহংকারের হিংসাক্ত কাবিননামা
কঙ্কাল নক্সায়থথথথথথথ!
প্রজন্মের পর প্রজন্ম চৌচির বটতলায়
দাঁড়িয়ে থাকবে যুগের পর যুগ
এক পশলা শান্তির ঘুমের আকাক্সক্ষায়, আকাক্সিক্ষত
সবুজের তাড়নায় ঘৃণিত ফোস্কায়।
ভূতুরে এক অজ্ঞান নিমজ্জিত বাসরশয্যা
উঠে আসবে শিরিন বিনে ফরহাদ
প্রেমিক আত্মার আত্মচিৎকার
লাইলির কান্নাথথথথথথথথথ,
নূতন জীবকুলের বসতি হবে
প্রেম হীন এক যান্ত্রিক সৌরম-লে
সেখানে সবচেয়ে ক্ষমতাধারীর প্রতিযোগিতা
শক্তিধর ইনজিনের নাম হবে মানি-না-আন্না।
ভূতাত্ত্বিক আবিষ্কার করবে
বিলিয়ন বিলিয়ন সৃষ্টি কূল পূর্বের ইতিকথা
এক সময় বৃষ্টি হয়ে ছিল
বৃষ্টির রং ছিল পানির শিল্পকলার টলটল,
কলিজা নামক মেশিনে ধরা পরবে
পানি ছিলোথথথথথ প্রেমের ধরন, শ্রদ্ধা বন্ধন
আদিদেবের মানবতা উন্নয়নের যুগে
কোন এক ধরনের জীবের মল।
পাতা ঝরা শব্দের ইতিহাস
উন্মোচিত হবে না আর