ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কারণ আমি বন্দি ঘরে

  • আপডেট সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১
  • ৫০ বার পড়া হয়েছে

বিল্লাল মাহমুদ মানিক : বাইরে অনেক ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে নাকে,
কিন্তু আমি দেখছি না ফুল কারণ আমি বন্দি ঘরে।

বাইরে অনেক পাখির মেলা কিচিরমিচির শুনছি কানে,
কিন্তু পাখির দেখছি না রূপ কারণ আমি বন্দি ঘরে।

বাইরে প্রিয় ব্রহ্মপুত্র দুইপাশে তার গাছের সারি,
কিন্তু আমি দেখছি না নদ কারণ আমি বন্দি ঘরে।

বাইরে বিশাল সুনীল আকাশ বুঝতে পারি অনুভবে,
কিন্তু আকাশ হয় না দেখা কারণ আমি বন্দি ঘরে।

কেউ এসো না আমার কাছে যতই ভীষণ থাক প্রয়োজন,
না দেখে খুব কষ্ট পাবে কারণ আমি বন্দি ঘরে।

এই ক’দিনের বন্দি থাকা হয়তো আমায় বাঁচতে দিবে,
তখন এসো এখন বারণ কারণ আমি বন্দি ঘরে।

ভালোবাসা খুন হয়ে যাক খুন হয়ে যাক সকল আশা,
জানলা কপাট খুলবো না আর কারণ আমি বন্দি ঘরে।

কেন আমি বন্দি আছি? যম করোনা রুখতে গিয়ে,
তোমরা সবেও বন্দি থাকো কারণ আমিও বন্দি ঘরে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

কারণ আমি বন্দি ঘরে

আপডেট সময় : ১২:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১

বিল্লাল মাহমুদ মানিক : বাইরে অনেক ফুল ফুটেছে গন্ধ ভেসে আসছে নাকে,
কিন্তু আমি দেখছি না ফুল কারণ আমি বন্দি ঘরে।

বাইরে অনেক পাখির মেলা কিচিরমিচির শুনছি কানে,
কিন্তু পাখির দেখছি না রূপ কারণ আমি বন্দি ঘরে।

বাইরে প্রিয় ব্রহ্মপুত্র দুইপাশে তার গাছের সারি,
কিন্তু আমি দেখছি না নদ কারণ আমি বন্দি ঘরে।

বাইরে বিশাল সুনীল আকাশ বুঝতে পারি অনুভবে,
কিন্তু আকাশ হয় না দেখা কারণ আমি বন্দি ঘরে।

কেউ এসো না আমার কাছে যতই ভীষণ থাক প্রয়োজন,
না দেখে খুব কষ্ট পাবে কারণ আমি বন্দি ঘরে।

এই ক’দিনের বন্দি থাকা হয়তো আমায় বাঁচতে দিবে,
তখন এসো এখন বারণ কারণ আমি বন্দি ঘরে।

ভালোবাসা খুন হয়ে যাক খুন হয়ে যাক সকল আশা,
জানলা কপাট খুলবো না আর কারণ আমি বন্দি ঘরে।

কেন আমি বন্দি আছি? যম করোনা রুখতে গিয়ে,
তোমরা সবেও বন্দি থাকো কারণ আমিও বন্দি ঘরে।