নিজস্ব প্রতিবেদক: এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানে ছেলে তারেক রহমানের বাসভবনে নেওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মরদেহে শ্রদ্ধা জানাচ্ছেন বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। সেখানে মায়ের কফিনের পাশে বসে পবিত্র কোরআন তিলাওয়াত করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এমন একটি একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে।
এর আগে বুধবার সকাল ৮টা ৫৫ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বিএনপির চেয়ারপারসন বেগম জিয়ার মরদেহ বের করা হয়। কফিন মোড়ানো মরদেহ অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয়। গুলশান অ্যাভিনিউএ’র ১৯৬ নম্বরে তারেক রহমানের বাসভবনের সামনে।
সেখান থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দুপুর ২টায় তার জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকাল সাড়ে ৩টায় স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হবেন খালেদা জিয়া।
এদিকে খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভোর থেকেই রাজধানীতে দলে দলে আসছেন মানুষ। এছাড়া রাতেই জাতীয় সংসদ ভবন এলাকায় অবস্থান নিয়েছেন অনেকে।
বিএনপি চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে বুধবার ঢাকায় আসছেন ভারত, পাকিস্তানসহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। জানাজা ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
এসি/আপ্র/৩১/১২/২০২৫




















