হাফিজুর রহমান : কীভাবে কখন-কবে মৃত্যু হবে
সে বিষয়ে কোন কিছু জানি না
তবে, জন্মেছি আমি বহুবার!
জীবন নামের ঝুলন্ত আকাশে
উড়ে-ভেসে বেড়ানো বাতাসে
কখনও হয়তো হালকা কোন
আবর্জনার ডিগবাজি, নয়তো-
ভারী কোন বস্তুর আছড়ে পড়া
ক্ষতবিক্ষত নির্ভরতার ঘাড়ে ৷
পড়ে, শিখে, জিতে, মেনে হার
জন্মেছি এই আমি প্রতিবার;
বেঁচে থাকার জন্য বাঁচতে হয়
লড়াই করে, শুধুমাত্র লড়াই;
নতুন কোন অভিজ্ঞতায় ৷
জন্মেছি বহুবার!
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ