ঢাকা ০১:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

সালমানের জন্মদিনে উপস্থিত ঐশ্বর্য ও ক্যাটরিনা, গিটার বাজিয়ে গান শোনালেন অরিজিৎ!

  • আপডেট সময় : ০৫:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি উদযাপন করলেন ৬০তম জন্মদিন। এই বিশেষ দিনে ঘরোয়া পরিবেশে আনন্দ ভাগাভাগি করেছেন তিনি, যেখানে ছিলেন তার প্রাক্তন এবং বর্তমান সহকর্মীরাও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবির কারণে অনুরাগীরা প্রথমে অবাক হলেও, পরে জানা গেছে, ছবিগুলো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা।

জন্মদিনে পার্টির আয়োজন ছিল রঙিন ও ঝলমলে। বেলুন, আলো, চকোলেট কেক এবং সাজানো টেবিলের সঙ্গে উপস্থিত ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, যাঁর সঙ্গে সালমান কেক কেটে আনন্দ ভাগাভাগি করেছেন। ঐশ্বর্যার পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল ও অভিষেক বচ্চন। এ ছাড়া বিশেষ পরিবেশনার জন্য গিটার হাতে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং।

প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবিতে এমনভাবেই সবকিছু মিলিয়ে দেখানো হয়েছে, যেন সালমান, তাঁর প্রাক্তন সহকর্মীরা এবং অরিজিৎ সিং একসাথে জন্মদিনের উৎসবে অংশগ্রহণ করেছেন। এমনই একটি চমকপ্রদ উপস্থাপনাকে ‘সেরা রিটার্ন গিফট’ হিসেবে উল্লেখ করেছেন অনুরাগীরা। ছবিতে এমনকি একটি কৃষ্ণসার হরিণকেও উপস্থিত দেখানো হয়েছে, যেন সে-ও অতীত ভুলে শুভেচ্ছা জানাতে এসেছে।

এই জন্মদিনের আনন্দময় মুহূর্ত, প্রযুক্তি ও সেলিব্রিটিদের মিলন বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে। অনুরাগীরা এই ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ওআ/আপ্র/২৮/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

সালমানের জন্মদিনে উপস্থিত ঐশ্বর্য ও ক্যাটরিনা, গিটার বাজিয়ে গান শোনালেন অরিজিৎ!

আপডেট সময় : ০৫:৫২:২১ অপরাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি উদযাপন করলেন ৬০তম জন্মদিন। এই বিশেষ দিনে ঘরোয়া পরিবেশে আনন্দ ভাগাভাগি করেছেন তিনি, যেখানে ছিলেন তার প্রাক্তন এবং বর্তমান সহকর্মীরাও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবির কারণে অনুরাগীরা প্রথমে অবাক হলেও, পরে জানা গেছে, ছবিগুলো প্রযুক্তির মাধ্যমে তৈরি করা।

জন্মদিনে পার্টির আয়োজন ছিল রঙিন ও ঝলমলে। বেলুন, আলো, চকোলেট কেক এবং সাজানো টেবিলের সঙ্গে উপস্থিত ছিলেন ঐশ্বর্যা রাই বচ্চন, যাঁর সঙ্গে সালমান কেক কেটে আনন্দ ভাগাভাগি করেছেন। ঐশ্বর্যার পাশাপাশি উপস্থিত ছিলেন ক্যাটরিনা কইফ, ভিকি কৌশল ও অভিষেক বচ্চন। এ ছাড়া বিশেষ পরিবেশনার জন্য গিটার হাতে উপস্থিত ছিলেন অরিজিৎ সিং।

প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ছবিতে এমনভাবেই সবকিছু মিলিয়ে দেখানো হয়েছে, যেন সালমান, তাঁর প্রাক্তন সহকর্মীরা এবং অরিজিৎ সিং একসাথে জন্মদিনের উৎসবে অংশগ্রহণ করেছেন। এমনই একটি চমকপ্রদ উপস্থাপনাকে ‘সেরা রিটার্ন গিফট’ হিসেবে উল্লেখ করেছেন অনুরাগীরা। ছবিতে এমনকি একটি কৃষ্ণসার হরিণকেও উপস্থিত দেখানো হয়েছে, যেন সে-ও অতীত ভুলে শুভেচ্ছা জানাতে এসেছে।

এই জন্মদিনের আনন্দময় মুহূর্ত, প্রযুক্তি ও সেলিব্রিটিদের মিলন বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করেছে। অনুরাগীরা এই ছবিকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন।

ওআ/আপ্র/২৮/১২/২০২৫