বিনোদন ডেস্ক: প্রয়াত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা শোবিজ থেকে দূরে সরে গেছেন। সোশ্যাল মিডিয়ার নিউজফিডে আগে তাকে নানা সময় বিভিন্ন মন্তব্য করতে দেখা যেত, যা তার বয়সের তুলনায় অত্যন্ত পরিপক্ব মনে হতো। নেটিজেনরা তাকে সুললিতভাবে ‘পাকনা লুবাবা’ বলে ডাকতেন। কিন্তু দীর্ঘদিন ধরেই লুবাবাকে মিডিয়ায় দেখা যাচ্ছে না।
জানা গেছে, এখন থেকে আর কখনো তার মুখ প্রদর্শিত হবে না। ইতোমধ্যে তিনি নেকাব পরা শুরু করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু প্রচারের কাজ থাকলেও সেটাও নেকাব পরেই করবেন বলে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম জেমি।
শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে গণমাধ্যমকে জেমি বলেন, লুবাবার নিজের উপলব্ধি হয়েছে, সে আর মিডিয়ায় কাজ করবে না। মুখ দেখাবে না, তাই নেকাব পরা শুরু করেছে। এ অবস্থায় তো মিডিয়ায় কাজ করা সম্ভব নয়। লুবাবা নিজে ধর্মীয় বই পড়ে সিদ্ধান্ত নিয়েছে, সে জীবনধারায় পরিবর্তন আনবে।
জেমি আরও জানান, লুবাবা ইতোমধ্যেই কোরআন খতম করেছে। বিভিন্ন ধর্মীয় গ্রন্থ ও হাদিস পড়া হয়েছে। এসব পড়াশোনা করেই তার মধ্যে পরিবর্তন এসেছে। আগামী রমজানে সে ওমরাহ হজ পালন করতে মক্কায় যাবে- এমন পরিকল্পনা রয়েছে।
লুবাবার এই সিদ্ধান্ত সোশ্যাল মিডিয়া ও শোবিজ দুনিয়ায় তার ভক্তদের জন্য চমকস্বরূপ। তবে তার পরিবার মনে করছে, ব্যক্তিগত আধ্যাত্মিক ও ধর্মীয় যাত্রার জন্য এটি একটি সঠিক ও গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
ওআ/আপ্র/২৮/১২/২০২৫

























