ঢাকা ১০:৩১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

টুথপিকে তৈরি হলো ১৭ ফুট উঁচু ‘আইফেল টাওয়ার’

  • আপডেট সময় : ০৬:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক: ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার স্থাপত্যটি বছরের পর বছর ধরে পর্যটকদের মুগ্ধ করে আসছে। এ স্থাপত্য দেখতে প্রতিবছরই পর্যটকেরা সেখানে ভিড় করেন। এবার কল্পনা করুন তো, সেই আইফেল টাওয়ারের অনুকরণে শুধু টুথপিক দিয়ে যদি ১৭ দশমিক ৩২ ফুট উঁচু শিল্পকর্ম তৈরি করা হয়, তাহলে কেমন হবে?
কথাটি অবিশ্বাস্য শোনালেও এমনই একটি শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এক মার্কিন কিশোর। শুধু টুথপিক ব্যবহার করে ‘আইফেল টাওয়ার’–এর মতো দেখতে একটি শিল্পকর্ম বানিয়েছে সে। এর মধ্য দিয়ে এরিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম এরিক ক্লাবেল। সে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা। একেবারে ছোটবেলা থেকেই নির্মাণশৈলীর প্রতি ঝোঁক এরিকের। সিভিল ইঞ্জিনিয়ার বাবাকে দেখে দেখে কাজের অনুপ্রেরণা পায় সে।
ডব্লিউজিএন টিভিকে দেওয়াকে সাক্ষাৎকারে এরিক বলে, ছোটবেলায় আমি পপসিকেল স্টিক দিয়ে বিভিন্ন জিনিস বানাতে খুবই আগ্রহ বোধ করতাম।

২০২১ সালে মাত্র ১২ বছর বয়সে এরিক পপসিকল স্টিক দিয়ে ২০ দশমিক ২ ফুট উঁচু একটি টাওয়ার বানিয়ে প্রথম গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিল। যদিও সেই রেকর্ড পরবর্তীকালে অন্যের দখলে চলে গেছে। তবে এরিক দমে যাওয়ার মানুষ নয়। টুথপিক দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মডেল টাওয়ার তৈরির জন্য এবার সে দ্বিতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল।

এরিকের মতে, পপসিকল স্টিকের তুলনায় টুথপিক ব্যবহার করে কিছু বানানোটা বেশি চ্যালেঞ্জের কাজ ছিল। কারণ, এগুলো অত্যন্ত ছোট। তবে শেষ পর্যন্ত শুধু টুথপিক আর আঠা ব্যবহার করেই আইফেল টাওয়ারের এই মডেল তৈরি করতে সক্ষম হয়েছে সে। এই ‘আইফেল টাওয়ার’ তৈরি করতে এরিককে ২০ হাজার টুথপিক ব্যবহার করতে হয়েছে। আর এই টাওয়ার এখন টুথপিক দিয়ে তৈরি করা সবচেয়ে উঁচু শিল্পকর্মের মর্যাদা পেয়েছে। কিশোর এরিক দেখিয়ে দিয়েছে যে সৃজনশীলতা আর একাগ্রতা থাকলে ছোট জিনিস দিয়েও অনেক বড় কিছু তৈরি করে ফেলা সম্ভব।
সানা/আপ্র/২৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

শীতে কাঁপছে দেশ, জনজীবনে স্থবিরতা

টুথপিকে তৈরি হলো ১৭ ফুট উঁচু ‘আইফেল টাওয়ার’

আপডেট সময় : ০৬:৫৬:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রত্যাশা ডেস্ক: ফ্রান্সের প্যারিসে অবস্থিত আইফেল টাওয়ার স্থাপত্যটি বছরের পর বছর ধরে পর্যটকদের মুগ্ধ করে আসছে। এ স্থাপত্য দেখতে প্রতিবছরই পর্যটকেরা সেখানে ভিড় করেন। এবার কল্পনা করুন তো, সেই আইফেল টাওয়ারের অনুকরণে শুধু টুথপিক দিয়ে যদি ১৭ দশমিক ৩২ ফুট উঁচু শিল্পকর্ম তৈরি করা হয়, তাহলে কেমন হবে?
কথাটি অবিশ্বাস্য শোনালেও এমনই একটি শিল্পকর্ম তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে এক মার্কিন কিশোর। শুধু টুথপিক ব্যবহার করে ‘আইফেল টাওয়ার’–এর মতো দেখতে একটি শিল্পকর্ম বানিয়েছে সে। এর মধ্য দিয়ে এরিক গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও নাম লিখিয়েছে। ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম এরিক ক্লাবেল। সে যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের বাসিন্দা। একেবারে ছোটবেলা থেকেই নির্মাণশৈলীর প্রতি ঝোঁক এরিকের। সিভিল ইঞ্জিনিয়ার বাবাকে দেখে দেখে কাজের অনুপ্রেরণা পায় সে।
ডব্লিউজিএন টিভিকে দেওয়াকে সাক্ষাৎকারে এরিক বলে, ছোটবেলায় আমি পপসিকেল স্টিক দিয়ে বিভিন্ন জিনিস বানাতে খুবই আগ্রহ বোধ করতাম।

২০২১ সালে মাত্র ১২ বছর বয়সে এরিক পপসিকল স্টিক দিয়ে ২০ দশমিক ২ ফুট উঁচু একটি টাওয়ার বানিয়ে প্রথম গিনেস রেকর্ডে নাম লিখিয়েছিল। যদিও সেই রেকর্ড পরবর্তীকালে অন্যের দখলে চলে গেছে। তবে এরিক দমে যাওয়ার মানুষ নয়। টুথপিক দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ মডেল টাওয়ার তৈরির জন্য এবার সে দ্বিতীয়বারের মতো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখাল।

এরিকের মতে, পপসিকল স্টিকের তুলনায় টুথপিক ব্যবহার করে কিছু বানানোটা বেশি চ্যালেঞ্জের কাজ ছিল। কারণ, এগুলো অত্যন্ত ছোট। তবে শেষ পর্যন্ত শুধু টুথপিক আর আঠা ব্যবহার করেই আইফেল টাওয়ারের এই মডেল তৈরি করতে সক্ষম হয়েছে সে। এই ‘আইফেল টাওয়ার’ তৈরি করতে এরিককে ২০ হাজার টুথপিক ব্যবহার করতে হয়েছে। আর এই টাওয়ার এখন টুথপিক দিয়ে তৈরি করা সবচেয়ে উঁচু শিল্পকর্মের মর্যাদা পেয়েছে। কিশোর এরিক দেখিয়ে দিয়েছে যে সৃজনশীলতা আর একাগ্রতা থাকলে ছোট জিনিস দিয়েও অনেক বড় কিছু তৈরি করে ফেলা সম্ভব।
সানা/আপ্র/২৭/১২/২০২৫