ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

মাঠেই হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে ঢাকা ক্যাপিটালসের কোচ

  • আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: বিপিএলে ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। কে জানতো, এই দিনটিই হবে তার শেষ দিন!

খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে পড়ে যান মাহবুব। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে।

কিন্তু বাঁচানো যায়নি মাহবুব আলীকে। পথেই নিস্তেজ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের কোচ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢাকা ক্যাপিটালস আজই তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স।

এসি/আপ্র/২৭/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

মাঠেই হার্ট অ্যাটাক করে না ফেরার দেশে ঢাকা ক্যাপিটালসের কোচ

আপডেট সময় : ০২:১৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫

ক্রীড়া ডেস্ক: বিপিএলে ম্যাচ শুরুর আগে নিয়মমাফিক দলের সঙ্গে মাঠে এসেছিলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জ্যাকি। কে জানতো, এই দিনটিই হবে তার শেষ দিন!

খেলোয়াড়দের সঙ্গে প্রস্তুতিতে ছিলেন। হঠাৎ দলের ডাগআউটের কাছে পড়ে যান মাহবুব। তাৎক্ষণিক দলের ফিজিও তার সম্ভাব্য হার্ট অ্যাটাকের বিষয়টি বুঝতে পেরে সিপিআর দিতে শুরু করেন। তাতে সাড়াও দেন তিনি। এরপর দ্রুত নেওয়া হয় হাসপাতালে।

কিন্তু বাঁচানো যায়নি মাহবুব আলীকে। পথেই নিস্তেজ হয়ে পড়েন ঢাকা ক্যাপিটালসের কোচ। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তার কিছু জরুরী পরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢাকা ক্যাপিটালস আজই তাদের প্রথম ম্যাচ খেলতে নেমেছে। দলটিকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ মিঠুন। প্রতিপক্ষ নাজমুল হোসেন শান্তর রাজশাহী ওয়ারিয়র্স।

এসি/আপ্র/২৭/১২/২০২৫