ক্রীড়া ডেস্ক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রেকর্ড গড়লেন ভুটানের স্পিনার সোনম ইয়েশে। মায়ানমারের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে তিনি শিকার করেছেন ৮ উইকেট। তাঁর ৭ রানে ৮ উইকেট কুড়ি কুড়ির ইতিহাসে এখন সেরা বোলিং ফিগার।
টি-টোয়েন্টিতে আগের সেরা বোলিং রেকর্ডটি ছিল মালয়েশিয়ার সিয়াজরুল ইদ্রুসের। ২০২৩ সালে চীনের বিপক্ষে ৮ রান দিয়ে ৭ উইকেট নেন তিনি। চলতি মাসে ১৯ রানে ৭ উইকেট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন বাহরাইনের পেসার আলি দাউদ। তিনি নেমে গেছেন এখন তিন নম্বরে।
ভুটানের গেলেফুতে টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় মায়ানমার। ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৭ রান করে ভুটান। জবাব দিতে নেমে সোনম ইয়েশের ঘূর্ণিতে মাত্র ৪৫ রানে অলআউট হয় মায়ানমার।
ইনিংসে তৃতীয় ওভারে বোলিংয়ে এসে কোন রান না দিয়ে ৩ উইকেট নেন ইয়েশে। পঞ্চম ওভারে তিন রান দিয়ে নেন ১ উইকেট।
সপ্তম ওভারে বোলিংয়ে এসে এক রান দিয়ে আরো ২ উইকেট নেন ইয়েশে। নিজের শেষ ওভারে আরো দুই উইকেট নিয়ে বিশ্বরেকর্ডে নিজের নাম লেখান ২২ বছর বয়সী এই স্পিনার। শেষ পর্যন্ত ৯.২ বলে অলআউট হয় মায়ানমার।
৮২ রানের জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যাবধানে এগিয়ে ভুটান। সিরিজের চতুর্থ ম্যাচে কাল মাঠে নামবে দুই দল।
ওআ/আপ্র/২৬/১২/২০২৫

























