ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫

১০ লাখ ডলার অনুদান ঘোষণা টেইলর সুইফটের

  • আপডেট সময় : ০৯:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে প্রশংসিত পপ তারকা টেইলর সুইফট আবারও তার মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায়। এবার তিনি যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার বা প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন। এই বড় অঙ্কের অনুদানটি বিশেষভাবে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা এই সংস্থাকে ছুটির মৌসুমে সহায়তা করার জন্য প্রদান করা হয়েছে। খবর ভ্যারাইটির।

ফিডিং আমেরিকা তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর প্রকাশ করেছে এবং তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো পোস্টে উল্লেখ করেন, টেইলর সুইফটের অব্যাহত সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই অনুদানের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে, ছুটির মৌসুমে এবং তার পরেও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাবারের নিশ্চয়তা দেয়া যাবে।

টেইলর সুইফট এর আগেও ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন হারিকেন হেলেন ও মিল্টন পরবর্তী ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর সহায়তায়। এছাড়া, ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পরও ১০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন তিনি। সম্প্রতি, সুইফট ভক্তদের সমর্থনে ফিডিং আমেরিকার তহবিল সংগ্রহে বিশেষ উদ্যোগ নেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে এসএনএপি (সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম) বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যব্যাংক ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য।

টেইলর সুইফটের ভক্তদের সংগঠন “সুইফটিজ ফর হোপ” সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে ফিডিং আমেরিকার জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানায়। ভক্তরা ১৩ ডলার বা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদান করে, যাতে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যায়।

দাতব্য উদ্যোগের পাশাপাশি, টেইলর সুইফট সম্প্রতি তার বহুল আলোচিত ‘দ্য ইরাস ট্যুর’ নিয়ে নির্মিত তথ্যচিত্র “দ্য এন্ড অব অ্যান এরা” এর শেষ দুটি পর্ব মুক্তি দিয়েছেন। এই তথ্যচিত্রটি বর্তমানে ডিজনি প্লাসে স্ট্রিমিং করছে এবং টেইলর সুইফটের ফ্যানদের জন্য এটি একটি বিশেষ উপহার।

টেইলর সুইফটের মানবিক কাজগুলো শুধু তার গান বা কনসার্টের জন্যই নয়, বরং তার নিঃস্বার্থ সহায়তার জন্যও শ্রদ্ধা অর্জন করেছে। সুইফটের এ ধরনের উদ্যোগ তার সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি সহানুভূতির উদাহরণ হিসেবে উঠে এসেছে।

ওআ/আপ্র/২৪/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

১০ লাখ ডলার অনুদান ঘোষণা টেইলর সুইফটের

আপডেট সময় : ০৯:০২:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক: বিশ্বজুড়ে প্রশংসিত পপ তারকা টেইলর সুইফট আবারও তার মানবিক উদ্যোগের মাধ্যমে আলোচনায়। এবার তিনি যুক্তরাষ্ট্রের অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকাকে ১০ লাখ ডলার বা প্রায় ১১ কোটি টাকা অনুদান দিয়েছেন। এই বড় অঙ্কের অনুদানটি বিশেষভাবে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা এই সংস্থাকে ছুটির মৌসুমে সহায়তা করার জন্য প্রদান করা হয়েছে। খবর ভ্যারাইটির।

ফিডিং আমেরিকা তাদের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই খবর প্রকাশ করেছে এবং তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো পোস্টে উল্লেখ করেন, টেইলর সুইফটের অব্যাহত সমর্থন আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এই অনুদানের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে, ছুটির মৌসুমে এবং তার পরেও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়িয়ে খাবারের নিশ্চয়তা দেয়া যাবে।

টেইলর সুইফট এর আগেও ফিডিং আমেরিকাকে বড় অঙ্কের অনুদান দিয়েছেন। ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি ৫০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন হারিকেন হেলেন ও মিল্টন পরবর্তী ক্ষতিগ্রস্ত সম্প্রদায়গুলোর সহায়তায়। এছাড়া, ২০২৩ সালে টেনেসিতে ঝড়ের পরও ১০ লাখ ডলার অনুদান দিয়েছিলেন তিনি। সম্প্রতি, সুইফট ভক্তদের সমর্থনে ফিডিং আমেরিকার তহবিল সংগ্রহে বিশেষ উদ্যোগ নেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রে এসএনএপি (সাপ্লিমেন্টাল নিউট্রিশনাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম) বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কায় খাদ্যব্যাংক ও ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য।

টেইলর সুইফটের ভক্তদের সংগঠন “সুইফটিজ ফর হোপ” সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়ে ফিডিং আমেরিকার জন্য তহবিল সংগ্রহের আহ্বান জানায়। ভক্তরা ১৩ ডলার বা নিজেদের সামর্থ্য অনুযায়ী অনুদান প্রদান করে, যাতে ক্ষুধার বিরুদ্ধে লড়াই করা এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা করা যায়।

দাতব্য উদ্যোগের পাশাপাশি, টেইলর সুইফট সম্প্রতি তার বহুল আলোচিত ‘দ্য ইরাস ট্যুর’ নিয়ে নির্মিত তথ্যচিত্র “দ্য এন্ড অব অ্যান এরা” এর শেষ দুটি পর্ব মুক্তি দিয়েছেন। এই তথ্যচিত্রটি বর্তমানে ডিজনি প্লাসে স্ট্রিমিং করছে এবং টেইলর সুইফটের ফ্যানদের জন্য এটি একটি বিশেষ উপহার।

টেইলর সুইফটের মানবিক কাজগুলো শুধু তার গান বা কনসার্টের জন্যই নয়, বরং তার নিঃস্বার্থ সহায়তার জন্যও শ্রদ্ধা অর্জন করেছে। সুইফটের এ ধরনের উদ্যোগ তার সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের প্রতি সহানুভূতির উদাহরণ হিসেবে উঠে এসেছে।

ওআ/আপ্র/২৪/১২/২০২৫