রাজবাড়ী সংবাদদাতা: ঘন কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) ভোর পৌনে ৬টা থেকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ।
এদিকে ফেরি বন্ধ থাকায় তীব্র শীতে যানবাহনের চালক, সহকারী ও যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন জানান, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্যরাতে কুয়াশার কারণে এ নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। এরপর বুধবার ভোর পৌনে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে সম্পূর্ণ ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।
তিনি আারো বলেন, যানবাহন পারাপারে এ নৌপথে ছোট-বড় ১০টি ফেরি চলাচল করছে। এর মধ্যে দৌলতদিয়া ঘাট প্রান্তে এখন ৬টি ফেরি নোঙর করে রাখা হয়েছে।
এসি/আপ্র/২৪/১২/২০২৫




















