আব্দুস সালাম রানা, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে ওবায়দুল্লাহ (২০) নামে এক কারখানা শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার গাজীপুর গ্রামে স্টীল মার্ক বিল্ডার্স লিমিটেড কারখানার পাশের আশরাফুল ইসলামের ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ওবায়দুল্লাহ বরগুনার তালতলি উপজেলার চন্দনতালা গ্রামের গোলাম মোস্তফার ছেলে। সে গত দেড় মাস আগে বাড়ি থেকে গাজীপুরে এসে ওই কারখানায় চাকরি নিয়েছিল।
নিহতের চাচা ইদ্রিস জানান, দেড় মাস আগে চাকরির উদ্দেশ্যে গাজীপুরে যায় ওবায়দুল্লাহ। কারখানার এডমিন ম্যানেজার শাহাদাত হোসেন বলেন, ‘ওবায়দুল্লাহ আমাদের ট্রান্সপোর্ট বিভাগে চালকের সহকারী ছিল’।
এ বিষয়ে মাওনা চকপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এসি/আপ্র/২৩/১২/২০২৫
























