ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

বুকের ভেতরে তেলাপোকা শনাক্ত, জানা গেলো আসল কারণ

  • আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার একটি সরকারি হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ও বিব্রতকর একটি ঘটনা। এক রোগীর বুকের এক্স-রে করার পর চিকিৎসকরা তাকে জানান, তার বুকের ভেতরে নাকি একটি জীবন্ত তেলাপোকা রয়েছে। এমন অস্বাভাবিক ‘রিপোর্ট’ দেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগী সিঙ্গাপুরে যান। তবে সেখানে পৌঁছে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর ভিন্ন চিত্র সামনে আসে। সিঙ্গাপুরের চিকিৎসকরা জানান, রোগীর বুকের ভেতরে কোনো তেলাপোকা নেই। আসলে তেলাপোকাটি ছিল এক্স-রে মেশিনের ভেতরে আটকে থাকা, যা স্ক্যানে ভুলভাবে ধরা পড়েছিল।

পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, এক্স-রে যন্ত্রের ভেতরে থাকা তেলাপোকাটিই ছবিতে এমনভাবে প্রতিফলিত হয়েছিল যে তা রোগীর শরীরের ভেতরে রয়েছে বলে মনে হয়েছিল। এই ভুল ব্যাখ্যার কারণেই রোগীকে অপ্রয়োজনে বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঘটনাটি স্বাস্থ্যখাতে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও রিপোর্ট বিশ্লেষণে সতর্কতার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক চিকিৎসায় প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়লেও মানবিক যাচাই ও দ্বিতীয় মতামত অত্যন্ত জরুরি।

ওআ/আপ্র/২৩/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

বুকের ভেতরে তেলাপোকা শনাক্ত, জানা গেলো আসল কারণ

আপডেট সময় : ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক: কেনিয়ার একটি সরকারি হাসপাতালে ঘটেছে চাঞ্চল্যকর ও বিব্রতকর একটি ঘটনা। এক রোগীর বুকের এক্স-রে করার পর চিকিৎসকরা তাকে জানান, তার বুকের ভেতরে নাকি একটি জীবন্ত তেলাপোকা রয়েছে। এমন অস্বাভাবিক ‘রিপোর্ট’ দেখে রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগী সিঙ্গাপুরে যান। তবে সেখানে পৌঁছে এক্স-রে ও অন্যান্য পরীক্ষা-নিরীক্ষার পর ভিন্ন চিত্র সামনে আসে। সিঙ্গাপুরের চিকিৎসকরা জানান, রোগীর বুকের ভেতরে কোনো তেলাপোকা নেই। আসলে তেলাপোকাটি ছিল এক্স-রে মেশিনের ভেতরে আটকে থাকা, যা স্ক্যানে ভুলভাবে ধরা পড়েছিল।

পরবর্তীতে বিষয়টি স্পষ্ট হলে জানা যায়, এক্স-রে যন্ত্রের ভেতরে থাকা তেলাপোকাটিই ছবিতে এমনভাবে প্রতিফলিত হয়েছিল যে তা রোগীর শরীরের ভেতরে রয়েছে বলে মনে হয়েছিল। এই ভুল ব্যাখ্যার কারণেই রোগীকে অপ্রয়োজনে বিদেশে যাওয়ার পরামর্শ দেওয়া হয়।

ঘটনাটি স্বাস্থ্যখাতে যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ ও রিপোর্ট বিশ্লেষণে সতর্কতার গুরুত্ব নতুন করে তুলে ধরেছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক চিকিৎসায় প্রযুক্তির ওপর নির্ভরতা বাড়লেও মানবিক যাচাই ও দ্বিতীয় মতামত অত্যন্ত জরুরি।

ওআ/আপ্র/২৩/১২/২০২৫