বিনোদন ডেস্ক: ব্যক্তিগত জীবনের কারণে বেশ কিছুদিন ধরেই খবরে সেলিনা। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সংবাদমাধ্যম, অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে চলছে নানা আলোচনা।
একদিকে স্বামীর সঙ্গে বিচ্ছেদ আলোচনা। অন্যদিকে সেলিনা তাঁর ভাইয়ের জেল মুক্তির চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এরই মাঝে শোনা যাচ্ছে, নতুন করে অভিনয়ে ফেরার পরিকল্পনা করছেন সেলিনা।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী সব কঠিন সময় সামলে অভিনয় জগতে ফেরা নিয়ে মুখ খুলেছেন। এই বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে সেলিনা বলেন, ‘আমার কাজ কেবল একটি পেশা নয়। সিনেমার মাধ্যমে নিজেকে প্রকাশ করাও একটি উপায়।
সেলিনা বলেন, ‘আমি এর জন্য কৃতজ্ঞ। আমার কাজই আমায় আবেগ, আর্থিক, মানসিক এবং অন্যান্য দিক থেকে রক্ষা করে।’ সেলিনার বক্তব্যে যদিও স্পষ্ট নয়, এখনই তিনি আবারও অভিনয়ে ফিরবেন কি না, তবে সিনেমা যে তাঁর কাছে এখনো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টা স্পষ্ট।
এবার দেখার অভিনেত্রী আবারও নতুন ফর্মে ফিরে আসেন কি না।
প্রসঙ্গত, ব্যক্তিগত জীবনের কারণে সেলিনা দীর্ঘদিন ধরেই আলোচনায়। স্বামী পিটারের বিরুদ্ধে অত্যন্ত গুরুতর অভিযোগ করেছেন তিনি। ইতিমধ্যেই ডিভোর্সের মামলা করেছেন সেলিনা। ১৫ বছরের দাম্পত্য জীবন শেষ করে নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা।
অন্যদিকে সেলিনার ভাইকে জাতীয় নিরাপত্তার কারণে আরব আমিরাতে পুলিশ আটক করে রেখেছে। অভিনেত্রী তাঁকে ফিরিয়ে আনার যথাসাধ্য চেষ্টা করছেন। এমনকি সরকারের কাছে আবেদনও করেও কোনো লাভ হয়নি।
ওআ/আপ্র/২২/১২/২০২৫


























