সোহেল রানা, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নয়ানগর এলাকায় আলাল উদ্দিন নামে এক মুড়ি ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানগরের একটি আম গাছের ডাল থেকে আলালের লাশ উদ্ধার করা হয়।
নিহত আলাল উদ্দিন (৩৮) উপজেলার নয়ানগরের মোঃ মিনহাজ উদ্দিনের ছেলে। তিনি উপজেলার সাহেব বাজার এলাকায় একটি মুড়ি ভাজার কারখানার মালিক ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলাল উদ্দিন গত বুধবার (১৭ ডিসেম্বর) রাতে বাড়ির পাশে একটি আম গাছের ডালের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন। আলাল উদ্দিনের স্ত্রী ও তিন মেয়ে সন্তান রয়েছে।
পরিবার ও প্রতিবেশিদের কাছে জানা যায়, ব্যবসা প্রতিষ্ঠান চালানোর জন্য বিভিন্নস্থান থেকে ঋণ নেন আলাল। ঋণের চাপে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে জানান কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির। তিনি জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সানা/ওআ/আপ্র/১৯/১২/২০২৫























