ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

ভিড়ের মধ্যে হেনস্তার শিকার অভিনেত্রী

  • আপডেট সময় : ০৪:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক:  তারকাদের সঙ্গে ছবি তুলতে উদগ্রীব হয়ে থাকেন অনুরাগীরা। অনেকে আবার ফ্রেমবন্দি হওয়ার সময় প্রিয় অভিনয়শিল্পীকে ছুঁয়ে দেন। তবে কেউ কেউ সীমা অতিক্রম করেন। এবার দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে ঘটেছে এমনি এক অপ্রীতিকর ঘটনা।

ঘটনাটি গতকাল বুধবার রাতের। এরই মধ্যে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখে বোঝা গেছে, দক্ষিণী সুপারস্টার অভিনেতা প্রভাস এবং নিধির নতুন সিনেমা ‘রাজা সাব’-এর গানের লঞ্চ ইভেন্ট শেষে বেরোনোর সময়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী। ভক্তরা নিরাপত্তা লঙ্ঘন সেলফি তোলার জন্য পথ আটকে দাঁড়ান, কেউ পেছন থেকে ধাক্কা দেন। কেউ আবার ভিড়ের মধ্যে নিধির গায়ের ওড়না ধরে টান হেঁচড়া করছিলেন।

উৎসুক জনতার ভিড় ঢেলে গাড়িতে পৌঁছাতে অভিনেত্রীকে রীতিমতো হিমশিম খেতে হয়।

অভিনেত্রীর সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। ভিডিওর মন্তব্যের ঘরে উৎসুক জনতাকে এক হাত নিয়েছেন। অনেকে আবার নিরাপত্তা নিয়েও সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘মানুষের দল হায়নার চেয়েও খারাপ আচরণ করছে। পুরুষদের দেখুন, তারা একজন মহিলাকে এভাবে হয়রানি করছে। ঈশ্বর তাদের সবাইকে নিয়ে অন্য গ্রহে রাখেন না কেন?’

তেলুগু ছবির জনপ্রিয় এ নায়িকা ‘মুন্না মাইকেল’ ছবির মাধ্যমে বলিউডে কাজ শুরু করেন। তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। অভিনেত্রীকে সবশেষ বড় পর্দায় দেখা যায় সানি দেওলের বিপরীতে ‘জাট’ সিনেমায়।

ওআ/আপ্র/১৮/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভিড়ের মধ্যে হেনস্তার শিকার অভিনেত্রী

আপডেট সময় : ০৪:৫৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

বিনোদন ডেস্ক:  তারকাদের সঙ্গে ছবি তুলতে উদগ্রীব হয়ে থাকেন অনুরাগীরা। অনেকে আবার ফ্রেমবন্দি হওয়ার সময় প্রিয় অভিনয়শিল্পীকে ছুঁয়ে দেন। তবে কেউ কেউ সীমা অতিক্রম করেন। এবার দক্ষিণী অভিনেত্রী নিধি আগরওয়ালের সঙ্গে ঘটেছে এমনি এক অপ্রীতিকর ঘটনা।

ঘটনাটি গতকাল বুধবার রাতের। এরই মধ্যে সে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখে বোঝা গেছে, দক্ষিণী সুপারস্টার অভিনেতা প্রভাস এবং নিধির নতুন সিনেমা ‘রাজা সাব’-এর গানের লঞ্চ ইভেন্ট শেষে বেরোনোর সময়ে হেনস্তার শিকার হন অভিনেত্রী। ভক্তরা নিরাপত্তা লঙ্ঘন সেলফি তোলার জন্য পথ আটকে দাঁড়ান, কেউ পেছন থেকে ধাক্কা দেন। কেউ আবার ভিড়ের মধ্যে নিধির গায়ের ওড়না ধরে টান হেঁচড়া করছিলেন।

উৎসুক জনতার ভিড় ঢেলে গাড়িতে পৌঁছাতে অভিনেত্রীকে রীতিমতো হিমশিম খেতে হয়।

অভিনেত্রীর সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ নেটিজেনরা। ভিডিওর মন্তব্যের ঘরে উৎসুক জনতাকে এক হাত নিয়েছেন। অনেকে আবার নিরাপত্তা নিয়েও সমালোচনা করেছেন। একজন লিখেছেন, ‘মানুষের দল হায়নার চেয়েও খারাপ আচরণ করছে। পুরুষদের দেখুন, তারা একজন মহিলাকে এভাবে হয়রানি করছে। ঈশ্বর তাদের সবাইকে নিয়ে অন্য গ্রহে রাখেন না কেন?’

তেলুগু ছবির জনপ্রিয় এ নায়িকা ‘মুন্না মাইকেল’ ছবির মাধ্যমে বলিউডে কাজ শুরু করেন। তার বিপরীতে ছিলেন টাইগার শ্রফ। অভিনেত্রীকে সবশেষ বড় পর্দায় দেখা যায় সানি দেওলের বিপরীতে ‘জাট’ সিনেমায়।

ওআ/আপ্র/১৮/১২/২০২৫