ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫

এমবাপ্পের ম্যাজিকে ৫ গোলের ম্যাচ জিতলো রিয়াল

  • আপডেট সময় : ১২:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: আগের দিন কোপা দেল রেতে বার্সেলোনা শেষ ষোল নিশ্চিত করেছিল। এবার আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও সেই পথ অনুসরণ করলো। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে জাবি আলোনসোর দল। কিলিয়ানো এমবাপ্পের জোড়ায় রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে তৃতীয় স্তরের দল তালাভেরাকে।

রিয়াল মাদ্রিদ এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনে। লা লিগায় আলাভেসের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ থেকে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অহেলিয়া চুয়ামেনিদের জায়গা হয় বেঞ্চে। মূল গোলকিপার থিবো কোতোর্য়া ছিলেন না। আন্দ্রি লুনিনকে দায়িত্ব দেন কোচ আলোনসো।

তাতে ম্যাচে আধিপত্য কমেনি রিয়ালের।

অধিকাংশ সময় বল দখলে রেখে বিরতির আগে দুই গোল করে চালকের আসনে বসে যায়। তৃতীয় স্তরের দলটির মাঠে ৪১মিনিটে প্রথম গোল আসে। এমবাপ্পের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টিটি পায় সফরকারীরা।

চার মিনিট পর দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় তারা। এমবাপের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো।

বিরতির পর শেষ দিকে এসে তালাভেরা জ্বলে উঠে। ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয়।

৮০ মিনিটে ব্যবধান কমায় তালাভেরা। ডি-বক্সে বাঁ দিক থেকে জোরাল কোনাকুনি শটে জাল কাঁপান স্প্যানিশ ফরোয়ার্ড নাহুয়েল।

আট মিনিট পরেই অবশ্য আবার এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে জাল কাঁপিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। চলতি মৌসুমে সব মিলিয়ে ফ্রান্সের তারকার ২৩ ম্যাচে গোল হলো ২৮টি। আর রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলিয়ে ৭২ গোল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আবার কমিয়ে আনে তালাভেরা। তবে গনসালোর গোলে ৩-২ ব্যবধান হলেও হার এড়ানো যায় নি।

আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে রিয়াল মুখোমুখি হবে সেভিয়ার।

এসি/আপ্র/১৮/১২/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমবাপ্পের ম্যাজিকে ৫ গোলের ম্যাচ জিতলো রিয়াল

আপডেট সময় : ১২:২৮:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫

স্পোর্টস ডেস্ক: আগের দিন কোপা দেল রেতে বার্সেলোনা শেষ ষোল নিশ্চিত করেছিল। এবার আরেক জায়ান্ট রিয়াল মাদ্রিদও সেই পথ অনুসরণ করলো। ৫ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে নিয়েছে জাবি আলোনসোর দল। কিলিয়ানো এমবাপ্পের জোড়ায় রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে তৃতীয় স্তরের দল তালাভেরাকে।

রিয়াল মাদ্রিদ এদিন একাদশে বেশ কিছু পরিবর্তন আনে। লা লিগায় আলাভেসের বিপক্ষে জয়ের ম্যাচের একাদশ থেকে ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহ্যাম ও অহেলিয়া চুয়ামেনিদের জায়গা হয় বেঞ্চে। মূল গোলকিপার থিবো কোতোর্য়া ছিলেন না। আন্দ্রি লুনিনকে দায়িত্ব দেন কোচ আলোনসো।

তাতে ম্যাচে আধিপত্য কমেনি রিয়ালের।

অধিকাংশ সময় বল দখলে রেখে বিরতির আগে দুই গোল করে চালকের আসনে বসে যায়। তৃতীয় স্তরের দলটির মাঠে ৪১মিনিটে প্রথম গোল আসে। এমবাপ্পের সফল স্পট কিকে এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সে তালাভেরার ফরোয়ার্ড মার্কোস মরেনোর হাতে বল লাগলে পেনাল্টিটি পায় সফরকারীরা।

চার মিনিট পর দ্বিতীয় গোলের দেখাও পেয়ে যায় তারা। এমবাপের শট ঠেকাতে গিয়ে আত্মঘাতী গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার ফরান্দো।

বিরতির পর শেষ দিকে এসে তালাভেরা জ্বলে উঠে। ম্যাচ জমিয়ে তোলার ইঙ্গিত দেয়।

৮০ মিনিটে ব্যবধান কমায় তালাভেরা। ডি-বক্সে বাঁ দিক থেকে জোরাল কোনাকুনি শটে জাল কাঁপান স্প্যানিশ ফরোয়ার্ড নাহুয়েল।

আট মিনিট পরেই অবশ্য আবার এগিয়ে যায় রিয়াল। ডি-বক্সের বাইরে থেকে জোরাল শটে জাল কাঁপিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। চলতি মৌসুমে সব মিলিয়ে ফ্রান্সের তারকার ২৩ ম্যাচে গোল হলো ২৮টি। আর রিয়াল মাদ্রিদের জার্সিতে সব মিলিয়ে ৭২ গোল।

যোগ করা সময়ের প্রথম মিনিটে ব্যবধান আবার কমিয়ে আনে তালাভেরা। তবে গনসালোর গোলে ৩-২ ব্যবধান হলেও হার এড়ানো যায় নি।

আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে রিয়াল মুখোমুখি হবে সেভিয়ার।

এসি/আপ্র/১৮/১২/২০২৫